মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
আরিফুর রহমান,মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৮:২৮ অপরাহ্ন
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা পদত্যাগ করেছেন। তিনি বর্তমানে হত্যার অভিযোগে কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তার আইনজীবী অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী ও স্ত্রী অধ্যাপক শাবানা শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।


শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গত শুক্রবার (২৫ অক্টোবর) পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার তিনি আদালতে উপস্থিত সকলকে জানিয়েছেন যে, তিনি আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আইনজীবী সুজিত চাটার্জী বাপ্পী বলেন, “মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই সময় তিনি বিদেশে ছিলেন।”


শাহাবুদ্দিন মোল্লার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তার স্ত্রী শাবানা শাহিন জানান, তার স্বামী হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তিনি বর্তমানে ব্রঙ্কাইটিস ও আসমায়ার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়, যা কারাগারে সম্ভব নয়। এ কারণে তার মুক্তির জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন তিনি।


মোল্লা ১৬ সেপ্টেম্বর ভারতের সীমান্ত এলাকায় পালানোর সময় বিজিবির হাতে আটক হন। পরবর্তীতে তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এবং ১৭ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 


পদত্যাগের খবর জানিয়ে শাবানা শাহিন বলেন, “শাহাবুদ্দিন মোল্লা বলেছেন, তিনি দল ও সংগঠনের জন্য কাজ করে যেতে চান, তবে তার বর্তমান অবস্থার কারণে পদে থাকা সম্ভব নয়।” 


এ ঘটনার পর মাদারীপুরের আওয়ামী লীগে একটি নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হতে পারে। দলের অন্যান্য নেতারা এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শাহাবুদ্দিন মোল্লার পদত্যাগ আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে।