আট বছর পরেও অব্যবহৃত ব্রিজ: প্রশ্ন উঠছে নির্মাণের যৌক্তিকতা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৬:৪৫ অপরাহ্ন
আট বছর পরেও অব্যবহৃত ব্রিজ: প্রশ্ন উঠছে নির্মাণের যৌক্তিকতা

সরাইলের কালিকচ্ছ ঘোষপাড়ায় নির্মিত একটি ব্রিজ দীর্ঘ আট বছর ধরে জনগণের জন্য অকার্যকর হয়ে পড়ে আছে। স্থানীয় এলাকাবাসী জানান, ব্রিজটি ব্যবহার করতে না পারার কারণ হলো এর এপ্রোচে মাটি না থাকা এবং সংযোগ রাস্তার অভাব। এভাবে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি বর্তমানে খালের মাঝে দাঁড়িয়ে আছে যেন তালগাছ।


ব্রিজটি নির্মাণ করা হয়েছিল ৩২ লাখ টাকার বাজেটে, কিন্তু কার্যকরী কোনো রাস্তা তৈরি না করায় এটি স্থানীয় জনগণের জন্য কোনো উপকারে আসেনি। সরেজমিনে দেখা যায়, ব্রিজের দুপাশে এখনও মাটি ভরাট করা হয়নি, ফলে সেখানে চলাচলের জন্য কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এলাকাবাসীর অভিযোগ, যেখানে রাস্তা নির্মাণের প্রয়োজন ছিল, সেখানে অকারণে ব্রিজ নির্মাণ করা হয়েছে।


শামসুল মিয়া নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, "ব্রীজটি অনেক দিন আগে হয়েছে, কিন্তু খালের ওই পাড়ে শ্মশান রয়েছে, সংযোগ রাস্তাটি করা অতি জরুরী।" বর্তমানে, মৃত্যুর ঘটনার সময় স্থানীয়দের নৌকায় করে খালের অপর পাশে শ্মশানে নিতে বাধ্য হতে হচ্ছে।


সরকারি প্রকল্পের আওতায় নির্মিত এই ব্রিজটি বাস্তবায়ন করেছে ব্রাহ্মণবাড়িয়ার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় এলজিইডি প্রকৌশলী মো. আনিছুল ইসলাম ভূইয়া জানান, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘোষপাড়া রাস্তাটির নির্মাণের বিষয়ে অবহিত করবেন। 


সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইয়া বলেন, "দীর্ঘদিন আগে ব্রিজ নির্মাণ হলেও দুইপাশে মাটি ভরাট ও সড়ক নির্মাণ না করার জন্য দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।" তিনি জানান, এটি অত্যন্ত দুঃখজনক যে সরকারি অর্থে নির্মিত ব্রিজটি জনগণের সুবিধার জন্য ব্যবহার হচ্ছে না। 


এ পরিস্থিতিতে এলাকাবাসী দাবি করছেন, দ্রুততার সঙ্গে ব্রিজের পাশে রাস্তা নির্মাণ করা হোক যাতে তারা নিরাপদে চলাচল করতে পারেন।