রূপসায় কোস্ট গার্ডের অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-খুলনা
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৩:৪৫ অপরাহ্ন
রূপসায় কোস্ট গার্ডের অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্য আটক


খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় যৌথ অভিযানে সক্রিয় একটি ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ০১টি দেশীয় ওয়ান শুটার গান, ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০২ রাউন্ড বুলেট, ০৩টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা এবং ০৩টি ধারালো অস্ত্র।


বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।


অভিযানের সময় ডাকাত চক্র কর্তৃক দখলকৃত ঘেরের পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ওয়ান শুটার গান এবং ঘেরের মাচাঘর থেকে ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০২ রাউন্ড বুলেট, ০৩টি হাত বোমা, ১০০ পিস ইয়াবা, ০৩টি ধারালো অস্ত্র ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজন হলো সাব্বির হোসেন (৩৪), যিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে অন্যের ঘের দখল, ডাকাতি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।


কোস্ট গার্ডের কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সব আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, হাত বোমা, মাদক এবং অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। 


এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ দেখা দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন এলাকার বাসিন্দারা, যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধ করা যায়।