
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ২০:৫৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা, দেশের “মণিপুরী রাজধানী” হিসেবে পরিচিত। এখানে প্রতিটি মণিপুরী পরিবারই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত, যা এক সময় তাদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন ছিল। আদমপুর, তিলকপুর, মাধবপুর এবং রামনগর এলাকায় বসবাসরত মণিপুরীরা ২০০ বছরের বেশি সময় ধরে এই শিল্প চালিয়ে আসছেন। তবে আধুনিক পোশাক কারখানার সঙ্গে প্রতিযোগিতা এবং নকল পণ্যের বাজারজাতকরণের কারণে তাঁতশিল্প এখন ধ্বংসের মুখে।
