মেক্সিকোতে দক্ষ কর্মী ও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন
মেক্সিকোতে দক্ষ কর্মী ও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মেক্সিকোতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস। রোববার মেক্সিকো সিটিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ‘মিট দ্য এম্বাসেডর’ শীর্ষক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এ বিষয়ে বিস্তারিত জানান।  


রাষ্ট্রদূত বলেন, মেক্সিকোর শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে আইটি, কৃষি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পেশার কর্মীদের জন্য কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দূতাবাস সক্রিয় থাকবে।  


তিনি আরও জানান, বাংলাদেশ সরকার মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রবাসীদের স্বাগতিক দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেক্সিকোর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং বাংলাদেশের সুনাম রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে।  


বাংলাদেশের রপ্তানি আয় ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তুলনামূলকভাবে কম গুরুত্ব পাওয়া চামড়াজাত পণ্য, আইটি সেবা ও কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দিচ্ছে দূতাবাস।  


রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, তার সময়ে দূতাবাস হবে জনবান্ধব এবং প্রবাসীদের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করা হবে। প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে তিনি প্রতিশ্রুতি দেন এবং সবার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ওপর জোর দেন।  


এছাড়া, অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করে বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে বলেন, একটি সুশৃঙ্খল ও সভ্য জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে হবে।  


অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের পরিকল্পনার প্রশংসা করেন এবং তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রবাসীদের কল্যাণে দূতাবাসের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সকল কার্যক্রমে তারা রাষ্ট্রদূতের পাশে থাকতে প্রস্তুত।  


অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়ন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান এবং তার সফলতার জন্য শুভকামনা জানান।