খাগড়াছড়িতে মাসব্যাপী সম্প্রীতি বিজয় মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ০৯:১৭ অপরাহ্ন
খাগড়াছড়িতে মাসব্যাপী সম্প্রীতি বিজয় মেলার উদ্বোধন

খাগড়াছড়িতে মাসব্যাপী হস্ত, বস্ত্র, ক্ষুদ্র কুঠির শিল্প সম্প্রীতি বিজয় মেলার উদ্বোধন হয়েছে।


১১ ডিসেম্বর (বুধবার) সন্ধা ৬ টায় খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে  এ মেলার আয়োজন করা হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার আবু ইউসুফ চৌধুরী। 


এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা উপজাতীয় নেতা ও সমাজ সেবক প্রবীণ চন্দ্র চাকমা,  জেলা হেডম্যান ও  উপজাতীয় নেতা ক্ষেত্র মোহন ত্রিপুরা,জেলা উপজাতীয় যুবনেতা ও সমাজ সেবক কমল বিকাশ ত্রিপুরা,জেলা মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাসাথোয়াই মারমা,খাগড়াছড়ি বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি  হাজী মোহাম্মদ ইউনুস, জেলা ব্যবসায়ী ও সমাজ সেবক অশোক মজুমদার,খাগড়াছড়ি  ব্যবসায়ী ও সমাজ সেবক পারদর্শী বড়ুয়া, মংসাথোয়াই চৌধুরী,অনিমেষ চাকমা রিংকু।


সম্প্রীতি বিজয় মেলা আয়োজক কমিটির সভাপতি মো: কামাল পাশা বলেন, খাগড়াছড়িতে ২০২২ শালের পর থেকে কোন বড় মেলা আয়োজন করা হচ্ছে না, আর সরকার পতনের পর থেকে সম্প্রীতির বন্ধন নিয়ে সমস্যা দেখা দিচ্ছে এজন্য খাগড়াছড়িতে সম্প্রীতে বন্ধন ঠিক রাখতে এই আয়োজনের উদ্যোগ নিয়েছি। এছাড়াও এখানে বাচ্চাদের বিনোদনের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে, পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।