রবিবার, ১৮ মে, ২০২৫৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
বিশেষ প্রতিবেদন

বাবা চলে যাবার আজ দুই বছর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ৪:১৭

শেয়ার করুনঃ
বাবা চলে যাবার আজ দুই বছর
বাবা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আমার আব্বা মাওলানা মোঃ মোজাহিরুল হক (রাহিমাহুল্লাহ) এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রকৃতির আমোঘ নিয়মেই আমার পরম শ্রদ্ধাভাজন আব্বা আমাদের ছেড়ে সাড়া দিয়েছেন আল্লাহর ডাকে। আব্বা চলে যাবার আজ দুই বছর হলো। এই দুই বছরে প্রতি দিনই বাবার অপরিসীম শূন্যতা অনূভব করেছি। বাবার ছায়া কি যে বিশাল সেটি বোধহ​য় কেবল যারা হারায় তারাই বুঝে।

কারও বাবা-মা চিরজীবন বেঁচে থাকেন না। মানুষের জন্মই হয় একদিন মৃত্যুর স্বাদ লাভ করার জন্য। সবাই মরণশীল। তবুও এত কষ্ট হয় কেন চলে যাওয়ায়?

আরও

খুড়িয়ে চলছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা

খুড়িয়ে চলছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা

বুকভরা বিষণ্নতা আজ আমাকে অশ্রুসিক্ত করছে। ২০২২ সালের আজকের দিনে আমার আব্বা সিলেটেরএকটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর থেকে প্রতিটি ৬ ডিসেম্বর আমার মন বেদনার ঘন কালো মেঘে আচ্ছাদিত হয়। আব্বার কথা মনে পড়লেই চোখ জলে ঝাপসা হয়ে আসে। এলোমেলো ভিড় করে অজস্র স্মৃতি। 

আব্বার ত্যাগ-ম্মৃতি হরদম মনের গ্যালারিতে ভাসলেও আজকের এদিনে অশ্রু ঝরে নিতান্ত সংগোপনে। কারণ, পরিবারের অন্য কেউ তা দেখলে সে–ও অশ্রু ঝরাবে। হয়তো অন্যরাও আড়ালে একই কাজ করে!

আরও

জয়পুরহাটে কার্প ফ্যাটেনিংয়ে উদ্যোক্তা আনোয়ারের আয় কোটি ছুঁইছুঁই

জয়পুরহাটে কার্প ফ্যাটেনিংয়ে উদ্যোক্তা আনোয়ারের আয় কোটি ছুঁইছুঁই

প্রয়াত আব্বার কথা ও স্মৃতি আজও স্পষ্ট মনে পড়ে। এতটা ভালোবাসি আমার হারানো আব্বাকে, অথচ কখনো তাঁকে বলতে পারিনি। এমনকি বাবার সঙ্গে এক ফ্রেমে আমার নিজের একটা ছবি পর্যন্তও তোলা নেই! অথচ তাঁর স্মৃতি আমার হৃদয়পটে আজও ভাস্বর! 

বাবা-ভালোবাসা ও ভালো লাগার শব্দ। দায়িত্ব ও কর্তব্যবোধের শব্দ। স্নেহের শীতল ছায়াতলের বটবৃক্ষের কথা মনে করিয়ে দেওয়ার মতো শব্দ 'বাবা'। 

বাবাকে আমি এবং আমাদের ভাই-বোনেরা ‘আব্বা’ ডাকতাম, আমার কাছে মনে হতো এই সম্বোধনটাই বেশি কোমল এবং বেশি কাছের। প্রতিটি সন্তানের বুক জুড়ে থাকে বাবার প্রতি চির অম্লান শ্রদ্ধা ও ভালোবাসা। এই ভালোবাসা জগতের সকল কিছুর তুলনার ঊর্ধে।

কোথায় যেন কী নেই। আকাশের দিকে তাকালে আকাশে সুুরুজ নেই। রাতের সিতারা নেই। চাঁদ নেই। জোছনা নেই। দিকে দিকে খাঁ খাঁ শূন্যতা ভর করেছে। আব্বার সাহচার্য-সহযোগিতার কাঙাল হয়ে উঠছি দিন দিন। 

বাবা তো বাবাই। পৃথিবীর কিছু দিয়ে কি তার তুলনা চলে? সন্তানের বড় হওয়ায় যাবতীয় আয়োজন। মানুষ হওয়ার যাবতীয় প্রোগ্রাম সব তো বাবাই করেন। বাবা আর ফিরবে না। আসলে যার বাবা আছে সে বোঝে না বাবা কী। যার নেই সেই বোঝে!

আব্বার মৃত্যুর পর থেকে যখন কোনো বিপদে দিশাহারা হয়ে পড়ি।অভিভাবকহীনতার কষ্টে ভুগি। কারও পরামর্শ চাইলে শুনতে হয়- দেখ, তুমি অনেক দায়িত্বশীল পর্যায়ে আছ, আমাদের চেয়ে ভালো বুঝ-যা ভালো মনে করো, তাই করো।

বাবা থাকতে মনে হতো না আমি বড় হয়েছি, মনে হতো এখনো ছোট আছি। এখন মনে হয় বয়স হয়েছে, নিজেরই বড় বড় সিদ্ধান্ত নিতে হবে। বাবা হারানোর ব্যথা বা বাবাহীন জীবনের কষ্ট ভয়ানক। যে বাবা হারায়নি সে এই ব্যথা বুঝবে না।

আমার আব্বা প্রচারবিমুখ মুুখলিছ আলেম ছিলেন। পাকিস্তানের করাচি থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স ডিগ্রি) শেষ করে বিভিন্ন মাদরাসায় অধ্যাপনা করেন। পরবর্তী সিলেটের বরেণ্য বুজুর্গ আল্লামা নুর উদ্দিন গহরপুরী রহ. নির্দেশে সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা প্রতিষ্ঠা করেন। আমৃত্যু তিনি শিক্ষকতা করেছেন। দেশ-বিদেশে বহু শিক্ষার্থী গড়েছেন।

আমার বাবা একজন আলেম হওয়ার কারণে তিনি দ্বীন পালনে এবং পরিবারকে দ্বীন পালনে এবং নীতি আদর্শে ছিলেন অটল। আদর্শবান বাবা হিসেবে তিনি দায়িত্ব পালনে একটুও শিথিলতা প্রদর্শন করেননি। আমাদের পরিবারের সবাইকে দ্বীনি শিক্ষা-ধর্মকর্ম পালনে সর্বোচ্চ দায়িত্ব পালন করেন। 

মানুষ হিসেবে যেসব মৌলিক গুণ থাকা উচিত, তাঁর সব কিছুই আব্বার কাছ থেকে শিখেছি। তিনি সদা হাস্যজ্বল মানুষের বিপদে-আপদে তাদের আন্তরিকভাবে পাশে থাকতেন।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

তিনি সারাজীবন সৎভাবে জীবনযাপন করেছেন, মানুষের উপকার করার চেষ্টা করেছেন, কারো কোনো ক্ষতি করেননি। কারো উপকার করতে না পারো, কখনোই কারো ক্ষতি কোরো না। ছোটোবেলা থেকেই এটা সবসময়ই বাবার মুখে শুনে এসেছি।

আব্বা আলেম-উলামা, তার শাগরেদ ও আত্মীয়স্বজনসহ বাড়িতে কেউ এলে কখনোই তাঁকে কিছু না খাইয়ে বাবা বিদায় দিতেন না। আপ্যায়ন করতে তিনি ভালোবাসতেন।

তাঁর শিক্ষকতার আদর্শই তার সমগ্র জীবনাচরণের অঙ্কুর ও শেকড়কে ধারণ করেছিল। এদিকে তার সকল মানবিক গুণাবলি, কর্তব্য-পরায়ণতা, দৃষ্টিভঙ্গির উদারতা, সাহসিকতা ও ন্যায়ের পাশে দাঁড়ানোর সমুদয় সত্যনিষ্ঠায় যর্থাথই হয়ে উঠেছিল তার পরিচয় I 

বাবা আমাদের জন্য তাঁর নীতি-আদর্শ রেখে গেছেন। আদর্শ মানে গালভরা কিছু নয়। সামান্য নিয়েও সততার শক্তিতে আর ভালোবাসায় কিভাবে সবকিছু কানায় কানায় ভরিয়ে রাখা যায়, এ শিক্ষা তো দিয়ে গেছেন। ছোট্ট একটা জীবন আনন্দময় করার জন্য সততার চেয়ে বড় আদর্শ আর কী হতে পারে।

আব্বার মৃত্যুর পর অনেকের সঙ্গে দেখা হয়েছে। বাসায় তাঁরা এসেছেন। দেশের নানা প্রান্ত ও দেশের বাইরে থেকে ফোন করেছেন। বাবার প্রতি তাঁদের যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার অভিব্যক্তি দেখেছি, তা অতুলনীয় ও হৃদয়স্পর্শী। ভালোবাসার সম্ভবত একটি তরঙ্গ আছে। 

আব্বা যেমন মানুষকে ভালোবাসতেন, তারাও তেমনি ভালোবাসতেন আব্বাকে। ভালোবাসার সেই অদৃশ্য তরঙ্গ সবাইকে স্পর্শ করতো।

আব্বার জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল মানুষ এসেছিলেন। সবাই আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, একজন ভালো মানুষ হিসেবে তাঁর হয়ে মাফ চেয়েছেন।

আব্বার মৃত্যু পরবর্তী মানুষদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেটা ভুলার মতো নয়। এগুলো আদতে অর্জন। আব্বা নেই আজ দুই বছর পূর্ণ হয়েছে, অথচ সেই একই পরিচিতি, একই ভালোবাসা আমরা পেয়ে যাচ্ছি। এগুলো দেখে মনে হয় আব্বা দৈহিকভাবে হয়ত নেই কিন্তু তাঁর পরিচিতি এখনও রয়ে গেছে। এগুলো দেখে একদিকে গর্ব হয়, আবার অন্যদিকে নিজেকে পিতৃহীন ভেবে বুকটা হাহাকার করে ওঠে! এই হাহাকারের যন্ত্রণা যে কতটা ভারী সেটা ঠিক ঠিক টের পাই; আমি নিশ্চিত জগতের অধিকাংশ পিতৃহীনেরাই টের পায়। 

আমার আব্বা (রহ.) মাওলানা মোজাহিরুল হক ১৯৫৩ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন। পাকিস্তানের করাচি মাদরাসা থেকে ১৯৭০ সালে দাওরায়ে হাদিস কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পাকিস্তানের হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি (রহ.) এর কাছে শিক্ষা এবং বাইয়াতগ্রহণ করেন। 

ইলমে দ্বীনের সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন করে দেশে এসে প্রথমে হবিগঞ্জের একটি মাদরাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর সত্তর দশকে শ্রীমঙ্গলের জুলেখা নগর চা বাগান মসজিদে ইমামতি পদে যোগদেন। 

১৯৮৯ সালে শায়খে গহরপুরী রহ. এর নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা প্রতিষ্ঠা কনের তিনি। প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুহতামিম (প্রিন্সিপাল) পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে আব্বা ৩ ছেলে ও ৬ মেয়েসহ নাতী-নাতনী, বহু ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৯।

ওগো আরশে আজিমের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে প্রার্থনা করি, আমাদের আব্বাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন।

হে আমার রব! তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাদের প্রতিপালন করেছিলেন। আমীন। ‍‍'রাব্বিরহামহুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা‍‍'

লেখক : এহসান বিন মুজাহির, সাংবাদিক, কলামিস্ট ও প্রিন্সিপাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

সর্বশেষ সংবাদ

মাদ্রাসায় হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদ্রাসায় হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ নেতা লিটন গ্রেফতার: সাব্বির হত্যা মামলায় পুলিশের অভিযান

আওয়ামী লীগ নেতা লিটন গ্রেফতার: সাব্বির হত্যা মামলায় পুলিশের অভিযান

পদ্মা নদীতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের নিথর দেহ

পদ্মা নদীতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের নিথর দেহ

গোয়ালন্দে মায়ের বকুনিতে অভিমান করে শিশুর আত্মহত্যা

গোয়ালন্দে মায়ের বকুনিতে অভিমান করে শিশুর আত্মহত্যা

আত্মসমর্পণের পর কারাগারে মিল্টন সমাদ্দার ও স্ত্রী

আত্মসমর্পণের পর কারাগারে মিল্টন সমাদ্দার ও স্ত্রী

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো হাইকোর্টের রায়ে বাতিল হলো রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন- প্রধান বিচারপতি

প্রথমবারের মতো হাইকোর্টের রায়ে বাতিল হলো রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন- প্রধান বিচারপতি

আওয়ামী লীগ সভাপতির ছেলের বাগানে গাঁজা চাষ !

আওয়ামী লীগ সভাপতির ছেলের বাগানে গাঁজা চাষ !

নওগাঁয় কৃষকদের পাশে বিএনপি নেতা পলাশ, হিট স্ট্রোক এড়াতে খাদ্য সহায়তা বিতরণ

নওগাঁয় কৃষকদের পাশে বিএনপি নেতা পলাশ, হিট স্ট্রোক এড়াতে খাদ্য সহায়তা বিতরণ

দেবীদ্বারে খুনির বাড়ি ভাঙচুর, সেনা সদস্যের বাড়িও আক্রান্ত

দেবীদ্বারে খুনির বাড়ি ভাঙচুর, সেনা সদস্যের বাড়িও আক্রান্ত

ছাত্র আন্দোলনে হামলা: রাজবাড়ীতে আ.লীগ-যুবলীগ নেতার জামিন নামঞ্জুর

ছাত্র আন্দোলনে হামলা: রাজবাড়ীতে আ.লীগ-যুবলীগ নেতার জামিন নামঞ্জুর

এ সম্পর্কিত আরও পড়ুন

দুই শতাব্দির সাক্ষী চুন-সুরকির রক্তা মসজিদ

দুই শতাব্দির সাক্ষী চুন-সুরকির রক্তা মসজিদ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী রক্তা জামে মসজিদ ইতিহাসের দুই শতাব্দি পেরিয়ে এখনো দাঁড়িয়ে আছে নিজের গৌরবে। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামের পশ্চিম পাশে কাউয়াদিঘি হাওরের বিস্তৃত প্রান্তরে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয়েছিল চুন-সুরকি দিয়ে। নির্মাণকাজে মোগল স্থাপত্যশৈলীর ছাপ স্পষ্টভাবে দেখা যায়। মসজিদটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর তিনটি সুউচ্চ গম্বুজ ও কারুকাজমণ্ডিত দেয়াল। প্রায় ২০ ফুট উঁচু দেয়াল এবং প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত

এনবিআর বিলুপ্ত, রাজস্ব ব্যবস্থায় বড় কাঠামোগত পরিবর্তনের পথে সরকার

এনবিআর বিলুপ্ত, রাজস্ব ব্যবস্থায় বড় কাঠামোগত পরিবর্তনের পথে সরকার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দিয়ে নতুন দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা দেশের রাজস্ব প্রশাসনে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। 'রাজস্ব নীতি বিভাগ' ও 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' নামের এই দুটি নতুন ইউনিট অর্থ মন্ত্রণালয়ের অধীন থেকে আলাদা কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কর প্রশাসনে দীর্ঘদিনের অভিযোগ, অদক্ষতা এবং স্বার্থের দ্বন্দ্ব দূর করার

রেনু পোনা উৎপাদনে নিরব বিপ্লব, দেশের শীর্ষে নওগাঁ

রেনু পোনা উৎপাদনে নিরব বিপ্লব, দেশের শীর্ষে নওগাঁ

ধান ও আমের জন্য বিখ্যাত নওগাঁ জেলা এখন মৎস্য উৎপাদনেও নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। শত শত পুকুর-দীঘিতে মাছ চাষের মাধ্যমে জেলাজুড়ে এক নীরব বিপ্লব ঘটেছে। নিবন্ধিত ৩২টি মৎস্য রেনু উৎপাদনকারী হ্যাচারির মাধ্যমে জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলাতেও রেনু সরবরাহ করা হচ্ছে। নওগাঁ জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে জেলায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির রেনু পোনার পরিমাণ ১২.৯০ মেট্রিক টন, যার

খুড়িয়ে চলছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা

খুড়িয়ে চলছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রায় ২ লাখ ৫২ হাজার ৪৪৬ জন মানুষের প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র হল ৩১ শয্যা বিশিষ্ট রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসক, ওষুধ, সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় পদ শূন্য থাকার কারণে সেবার মান মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুইজন চিকিৎসক, ডা. গোলাম কিবরিয়া এবং ডা. অসীম কুমার বিশ্বাস, কর্মরত রয়েছেন।

ময়লার ভাগাড়েই শ্বাসরুদ্ধ শ্রীমঙ্গলে শিক্ষার পরিবেশ !

ময়লার ভাগাড়েই শ্বাসরুদ্ধ শ্রীমঙ্গলে শিক্ষার পরিবেশ !

চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সবচেয়ে পুরনো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কলেজ রোডের ময়লার ভাগাড়। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল পৌরসভা ২০০২ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও, আজও একটি স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। ফলে প্রায় ৯০ বছর ধরে শহরের আবর্জনা ও মানববর্জ্য ডাম্প করা হচ্ছে কলেজ রোডের খোলা জায়গায়। যার ভুক্তভোগী হয়ে উঠেছেন শিক্ষার্থী, শিক্ষক,