শুক্রবার, ৪ জুলাই, ২০২৫২০ আষাঢ়, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

https://enews71.com/storage/ads/01JWDYBEN0YKRDEYVYW9JCHXDC.jpg
বিশেষ প্রতিবেদন

বাবা চলে যাবার আজ দুই বছর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ৪:১৭

শেয়ার করুনঃ
বাবা চলে যাবার আজ দুই বছর
বাবা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আমার আব্বা মাওলানা মোঃ মোজাহিরুল হক (রাহিমাহুল্লাহ) এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রকৃতির আমোঘ নিয়মেই আমার পরম শ্রদ্ধাভাজন আব্বা আমাদের ছেড়ে সাড়া দিয়েছেন আল্লাহর ডাকে। আব্বা চলে যাবার আজ দুই বছর হলো। এই দুই বছরে প্রতি দিনই বাবার অপরিসীম শূন্যতা অনূভব করেছি। বাবার ছায়া কি যে বিশাল সেটি বোধহ​য় কেবল যারা হারায় তারাই বুঝে।

কারও বাবা-মা চিরজীবন বেঁচে থাকেন না। মানুষের জন্মই হয় একদিন মৃত্যুর স্বাদ লাভ করার জন্য। সবাই মরণশীল। তবুও এত কষ্ট হয় কেন চলে যাওয়ায়?

আরও

রাজস্ব আয় বাড়লেও উন্নয়নের ছোঁয়া নেই হিলি স্থলবন্দর সড়কে

রাজস্ব আয় বাড়লেও উন্নয়নের ছোঁয়া নেই হিলি স্থলবন্দর সড়কে

বুকভরা বিষণ্নতা আজ আমাকে অশ্রুসিক্ত করছে। ২০২২ সালের আজকের দিনে আমার আব্বা সিলেটেরএকটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর থেকে প্রতিটি ৬ ডিসেম্বর আমার মন বেদনার ঘন কালো মেঘে আচ্ছাদিত হয়। আব্বার কথা মনে পড়লেই চোখ জলে ঝাপসা হয়ে আসে। এলোমেলো ভিড় করে অজস্র স্মৃতি। 

আব্বার ত্যাগ-ম্মৃতি হরদম মনের গ্যালারিতে ভাসলেও আজকের এদিনে অশ্রু ঝরে নিতান্ত সংগোপনে। কারণ, পরিবারের অন্য কেউ তা দেখলে সে–ও অশ্রু ঝরাবে। হয়তো অন্যরাও আড়ালে একই কাজ করে!

আরও

লালমনিরহাটে বিমানবন্দর চালুর ঘোষণা, ভারত উদ্বিগ্ন হয়ে তৎপর

লালমনিরহাটে বিমানবন্দর চালুর ঘোষণা, ভারত উদ্বিগ্ন হয়ে তৎপর

প্রয়াত আব্বার কথা ও স্মৃতি আজও স্পষ্ট মনে পড়ে। এতটা ভালোবাসি আমার হারানো আব্বাকে, অথচ কখনো তাঁকে বলতে পারিনি। এমনকি বাবার সঙ্গে এক ফ্রেমে আমার নিজের একটা ছবি পর্যন্তও তোলা নেই! অথচ তাঁর স্মৃতি আমার হৃদয়পটে আজও ভাস্বর! 

বাবা-ভালোবাসা ও ভালো লাগার শব্দ। দায়িত্ব ও কর্তব্যবোধের শব্দ। স্নেহের শীতল ছায়াতলের বটবৃক্ষের কথা মনে করিয়ে দেওয়ার মতো শব্দ 'বাবা'। 

বাবাকে আমি এবং আমাদের ভাই-বোনেরা ‘আব্বা’ ডাকতাম, আমার কাছে মনে হতো এই সম্বোধনটাই বেশি কোমল এবং বেশি কাছের। প্রতিটি সন্তানের বুক জুড়ে থাকে বাবার প্রতি চির অম্লান শ্রদ্ধা ও ভালোবাসা। এই ভালোবাসা জগতের সকল কিছুর তুলনার ঊর্ধে।

কোথায় যেন কী নেই। আকাশের দিকে তাকালে আকাশে সুুরুজ নেই। রাতের সিতারা নেই। চাঁদ নেই। জোছনা নেই। দিকে দিকে খাঁ খাঁ শূন্যতা ভর করেছে। আব্বার সাহচার্য-সহযোগিতার কাঙাল হয়ে উঠছি দিন দিন। 

বাবা তো বাবাই। পৃথিবীর কিছু দিয়ে কি তার তুলনা চলে? সন্তানের বড় হওয়ায় যাবতীয় আয়োজন। মানুষ হওয়ার যাবতীয় প্রোগ্রাম সব তো বাবাই করেন। বাবা আর ফিরবে না। আসলে যার বাবা আছে সে বোঝে না বাবা কী। যার নেই সেই বোঝে!

আব্বার মৃত্যুর পর থেকে যখন কোনো বিপদে দিশাহারা হয়ে পড়ি।অভিভাবকহীনতার কষ্টে ভুগি। কারও পরামর্শ চাইলে শুনতে হয়- দেখ, তুমি অনেক দায়িত্বশীল পর্যায়ে আছ, আমাদের চেয়ে ভালো বুঝ-যা ভালো মনে করো, তাই করো।

বাবা থাকতে মনে হতো না আমি বড় হয়েছি, মনে হতো এখনো ছোট আছি। এখন মনে হয় বয়স হয়েছে, নিজেরই বড় বড় সিদ্ধান্ত নিতে হবে। বাবা হারানোর ব্যথা বা বাবাহীন জীবনের কষ্ট ভয়ানক। যে বাবা হারায়নি সে এই ব্যথা বুঝবে না।

আমার আব্বা প্রচারবিমুখ মুুখলিছ আলেম ছিলেন। পাকিস্তানের করাচি থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স ডিগ্রি) শেষ করে বিভিন্ন মাদরাসায় অধ্যাপনা করেন। পরবর্তী সিলেটের বরেণ্য বুজুর্গ আল্লামা নুর উদ্দিন গহরপুরী রহ. নির্দেশে সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা প্রতিষ্ঠা করেন। আমৃত্যু তিনি শিক্ষকতা করেছেন। দেশ-বিদেশে বহু শিক্ষার্থী গড়েছেন।

আমার বাবা একজন আলেম হওয়ার কারণে তিনি দ্বীন পালনে এবং পরিবারকে দ্বীন পালনে এবং নীতি আদর্শে ছিলেন অটল। আদর্শবান বাবা হিসেবে তিনি দায়িত্ব পালনে একটুও শিথিলতা প্রদর্শন করেননি। আমাদের পরিবারের সবাইকে দ্বীনি শিক্ষা-ধর্মকর্ম পালনে সর্বোচ্চ দায়িত্ব পালন করেন। 

মানুষ হিসেবে যেসব মৌলিক গুণ থাকা উচিত, তাঁর সব কিছুই আব্বার কাছ থেকে শিখেছি। তিনি সদা হাস্যজ্বল মানুষের বিপদে-আপদে তাদের আন্তরিকভাবে পাশে থাকতেন।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

তিনি সারাজীবন সৎভাবে জীবনযাপন করেছেন, মানুষের উপকার করার চেষ্টা করেছেন, কারো কোনো ক্ষতি করেননি। কারো উপকার করতে না পারো, কখনোই কারো ক্ষতি কোরো না। ছোটোবেলা থেকেই এটা সবসময়ই বাবার মুখে শুনে এসেছি।

আব্বা আলেম-উলামা, তার শাগরেদ ও আত্মীয়স্বজনসহ বাড়িতে কেউ এলে কখনোই তাঁকে কিছু না খাইয়ে বাবা বিদায় দিতেন না। আপ্যায়ন করতে তিনি ভালোবাসতেন।

তাঁর শিক্ষকতার আদর্শই তার সমগ্র জীবনাচরণের অঙ্কুর ও শেকড়কে ধারণ করেছিল। এদিকে তার সকল মানবিক গুণাবলি, কর্তব্য-পরায়ণতা, দৃষ্টিভঙ্গির উদারতা, সাহসিকতা ও ন্যায়ের পাশে দাঁড়ানোর সমুদয় সত্যনিষ্ঠায় যর্থাথই হয়ে উঠেছিল তার পরিচয় I 

বাবা আমাদের জন্য তাঁর নীতি-আদর্শ রেখে গেছেন। আদর্শ মানে গালভরা কিছু নয়। সামান্য নিয়েও সততার শক্তিতে আর ভালোবাসায় কিভাবে সবকিছু কানায় কানায় ভরিয়ে রাখা যায়, এ শিক্ষা তো দিয়ে গেছেন। ছোট্ট একটা জীবন আনন্দময় করার জন্য সততার চেয়ে বড় আদর্শ আর কী হতে পারে।

আব্বার মৃত্যুর পর অনেকের সঙ্গে দেখা হয়েছে। বাসায় তাঁরা এসেছেন। দেশের নানা প্রান্ত ও দেশের বাইরে থেকে ফোন করেছেন। বাবার প্রতি তাঁদের যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার অভিব্যক্তি দেখেছি, তা অতুলনীয় ও হৃদয়স্পর্শী। ভালোবাসার সম্ভবত একটি তরঙ্গ আছে। 

আব্বা যেমন মানুষকে ভালোবাসতেন, তারাও তেমনি ভালোবাসতেন আব্বাকে। ভালোবাসার সেই অদৃশ্য তরঙ্গ সবাইকে স্পর্শ করতো।

আব্বার জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল মানুষ এসেছিলেন। সবাই আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, একজন ভালো মানুষ হিসেবে তাঁর হয়ে মাফ চেয়েছেন।

আব্বার মৃত্যু পরবর্তী মানুষদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেটা ভুলার মতো নয়। এগুলো আদতে অর্জন। আব্বা নেই আজ দুই বছর পূর্ণ হয়েছে, অথচ সেই একই পরিচিতি, একই ভালোবাসা আমরা পেয়ে যাচ্ছি। এগুলো দেখে মনে হয় আব্বা দৈহিকভাবে হয়ত নেই কিন্তু তাঁর পরিচিতি এখনও রয়ে গেছে। এগুলো দেখে একদিকে গর্ব হয়, আবার অন্যদিকে নিজেকে পিতৃহীন ভেবে বুকটা হাহাকার করে ওঠে! এই হাহাকারের যন্ত্রণা যে কতটা ভারী সেটা ঠিক ঠিক টের পাই; আমি নিশ্চিত জগতের অধিকাংশ পিতৃহীনেরাই টের পায়। 

আমার আব্বা (রহ.) মাওলানা মোজাহিরুল হক ১৯৫৩ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন। পাকিস্তানের করাচি মাদরাসা থেকে ১৯৭০ সালে দাওরায়ে হাদিস কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পাকিস্তানের হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি (রহ.) এর কাছে শিক্ষা এবং বাইয়াতগ্রহণ করেন। 

ইলমে দ্বীনের সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন করে দেশে এসে প্রথমে হবিগঞ্জের একটি মাদরাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর সত্তর দশকে শ্রীমঙ্গলের জুলেখা নগর চা বাগান মসজিদে ইমামতি পদে যোগদেন। 

১৯৮৯ সালে শায়খে গহরপুরী রহ. এর নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা প্রতিষ্ঠা কনের তিনি। প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুহতামিম (প্রিন্সিপাল) পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে আব্বা ৩ ছেলে ও ৬ মেয়েসহ নাতী-নাতনী, বহু ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৯।

ওগো আরশে আজিমের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে প্রার্থনা করি, আমাদের আব্বাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন।

হে আমার রব! তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাদের প্রতিপালন করেছিলেন। আমীন। ‍‍'রাব্বিরহামহুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা‍‍'

লেখক : এহসান বিন মুজাহির, সাংবাদিক, কলামিস্ট ও প্রিন্সিপাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ

একদিনেই মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন, আটক ৭১ বাংলাদেশি

একদিনেই মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন, আটক ৭১ বাংলাদেশি

ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল মুরাদনগর, মবসন্ত্রাসে নিহত একই পরিবারের তিনজন

ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল মুরাদনগর, মবসন্ত্রাসে নিহত একই পরিবারের তিনজন

আইএইএ’র নজরদারি ছিন্ন: ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষের প্রভাব

আইএইএ’র নজরদারি ছিন্ন: ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষের প্রভাব

রাশিয়া বাড়াচ্ছে যুদ্ধাস্ত্র উৎপাদন, বিশ্ব উদ্বিগ্ন

রাশিয়া বাড়াচ্ছে যুদ্ধাস্ত্র উৎপাদন, বিশ্ব উদ্বিগ্ন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত পারভেজ হাসান

বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত পারভেজ হাসান

মুরাদনগরে বিবস্ত্র নির্যাতনের পেছনে ছাত্রলীগ নেতা সুমনের ‘ফিটিং কেস’

মুরাদনগরে বিবস্ত্র নির্যাতনের পেছনে ছাত্রলীগ নেতা সুমনের ‘ফিটিং কেস’

সরাইলে রুমিন ফারহানার সমাবেশ ঘিরে উত্তেজনা, কালো পতাকা মিছিল বিএনপির

সরাইলে রুমিন ফারহানার সমাবেশ ঘিরে উত্তেজনা, কালো পতাকা মিছিল বিএনপির

হিজলায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, মানববন্ধন

হিজলায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নিজ অর্থে রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা

ঠাকুরগাঁওয়ে নিজ অর্থে রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা

এ সম্পর্কিত আরও পড়ুন

গ্যাপ পদ্ধতিতে বিষমুক্ত চাষ, কৃষক নিরঞ্জনের আম বিদেশে রফতানি

গ্যাপ পদ্ধতিতে বিষমুক্ত চাষ, কৃষক নিরঞ্জনের আম বিদেশে রফতানি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার গোহাড়া গ্রামের কৃষক নিরঞ্জন চন্দ্র রায় গ্যাপ পদ্ধতি অনুসরণ করে আম চাষ করে প্রথমবারের মতো ইউরোপে রফতানি করে স্থানীয় কৃষিক্ষেত্রে এক অনন্য মাইলফলক স্থাপন করেছেন। গ্যাপ বা গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস এবং ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে চাষ করা বারি-৪ জাতের আম ৪৫০ কেজি রফতানি হয়েছে ইউরোপীয় বাজারে। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা, তত্ত্বাবধান ও পরামর্শের মাধ্যমে নিরঞ্জন রায়

রাজস্ব আয় বাড়লেও উন্নয়নের ছোঁয়া নেই হিলি স্থলবন্দর সড়কে

রাজস্ব আয় বাড়লেও উন্নয়নের ছোঁয়া নেই হিলি স্থলবন্দর সড়কে

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার প্রধান সড়কের বেহাল দশা স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের কাজ বন্ধ থাকায় বর্ষাকালে কাদা ও শুকনো মৌসুমে ধুলাবালিতে নাকাল হিলিবাসী। হিলি থেকে জয়পুরহাট হয়ে ঢাকাগামী একমাত্র সড়কটির এমন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরা। স্থানীয় সূত্রে জানা যায়, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর

কালিঘাটে চা-শ্রমিকের অর্থে ‘মাইক্রো’ দুর্নীতি! দীর্ঘশ্বাস

কালিঘাটে চা-শ্রমিকের অর্থে ‘মাইক্রো’ দুর্নীতি! দীর্ঘশ্বাস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নে চা-শ্রমিকদের জন্য সরকার নির্ধারিত এককালীন ছয় হাজার টাকা প্রাপ্তিতে ব্যাপক অনিয়ম ও ভোগান্তির অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যাংক এশিয়া লিমিটেডের দুইজন মাইক্রো মার্চেন্ট আশিশ কর্মকার ও অপূর্ব তাতীর বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ করেছেন উপকারভোগীরা। শ্রমিকদের অভিযোগ, তারা আঙুলের ছাপসহ বায়োম্যাট্রিক পদ্ধতির প্রক্রিয়া শেষ করেও নির্ধারিত টাকা পুরোপুরি পাচ্ছেন না এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টাকা

মৌলভীবাজারে ঝুলে রয়েছে ৬শিক্ষা প্রতিষ্ঠানের ভবণ নির্মাণ কাজ, পাঠদান ব্যাহত

মৌলভীবাজারে ঝুলে রয়েছে ৬শিক্ষা প্রতিষ্ঠানের ভবণ নির্মাণ কাজ, পাঠদান ব্যাহত

মেয়াদ শেষ হলেও মৌলভীবাজার জেলায় বছরের পর বছর ঝুলে রয়েছে জেলার রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জুড়ী তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বর্মাছড়া টি গার্টেন সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জের আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অক্যাডেমিক ভবণ নির্মাণের কাজ। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠানে কাজের মেয়াদোত্তীর্ণের ৫বছর এবং ১টি প্রতিষ্ঠানে

লক্ষ্মীর পরিশ্রমে আশ্রয়ণের ঘর হয়েছে স্বপ্নবাগান

লক্ষ্মীর পরিশ্রমে আশ্রয়ণের ঘর হয়েছে স্বপ্নবাগান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর আশ্রয় প্রকল্পের অধীনে পাওয়া একটি ঘর আজ শুধু একটি ছাদ নয়, তা হয়ে উঠেছে এক দৃষ্টান্তমূলক স্বনির্ভর জীবনের গল্প। মিথাইল-লক্ষ্মী দম্পতির এই ছোট ঘরটি তাদের পরিশ্রম, আত্মনির্ভরতা ও পরিবার গঠনের প্রতিচ্ছবি। মিথাইল একজন খ্রিস্টান শ্রমজীবী। সংসার চালাতে বিভিন্ন ধরনের কাজ করেন তিনি। তার স্ত্রী লক্ষ্মী রানীও পিছিয়ে নেই। সংসারের পাশাপাশি দিনমজুরি, কৃষিকাজ ও পশুপালন করে