বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী ১০ হাজারেরও বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে, যার মোট ব্যয় ছিল প্রায় ৪ হাজার কোটি টাকা। কিন্তু, এই বিপুল পরিমাণ অর্থ খরচ এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার মুজিববর্ষে কত টাকা খরচ হয়েছে এবং এই খরচের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে।
২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ উদযাপন করা হয়। করোনাভাইরাসের কারণে কর্মসূচি বিলম্বিত হলেও, পুরো দেশের নানা স্থানে ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণের কাজ অব্যাহত ছিল। সরকারি হিসাব মতে, শুধুমাত্র ২০২১ সালে ১ হাজার ২২০টি ভাস্কর্য নির্মিত হলেও, উপজেলা ও জেলা পর্যায়ে আরও ৮ হাজার ৮০০টি নির্মাণ করা হয়, যার প্রতিটি প্রকল্পের খরচ ছিল কয়েক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত।
ম্যুরাল নির্মাণের এসব ব্যয়ে কোথাও কোথাও সীমাহীন অপচয়ের অভিযোগ উঠেছে। যেমন ময়মনসিংহ জেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে খরচ হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা, রাঙামাটির ম্যুরালে ব্যয় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলো, যেমন কৃষি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ২০টি সংস্থার অফিসে ম্যুরাল স্থাপন করা হয়। এসব খরচের মধ্যে রয়েছে সড়ক, চৌরাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে এবং নদী তীরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ছবি স্থাপন।
বিশিষ্টজনদের মতে, জনগণের ট্যাক্সের টাকার সদ্ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, "সরকারি খরচ অবশ্যই জনগণের কল্যাণে হওয়া উচিত, যেখানে তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের সেবা নিশ্চিত করে।"
এদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দাবি করেন, মুজিববর্ষে খরচের ক্ষেত্রে সুনির্দিষ্ট জবাবদিহিতা ও প্রকল্পের স্বচ্ছতা ছিল না, এবং এসব ব্যয়ে প্রকৃত উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ।
বর্তমান সরকার ইতিমধ্যে মুজিববর্ষে হওয়া অপচয়ের হিসাব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, "মুজিববর্ষের নামে কত টাকা খরচ হয়েছে তা তালিকা করা হবে, এবং মন্ত্রণালয়গুলো কোথায় কীভাবে খরচ করেছে তা ডকুমেন্ট করে জানানো হবে।"
এভাবে মুজিববর্ষের নামেই যদি বিশাল পরিমাণ অর্থ অপচয় হয়, তাহলে সরকারকে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।