https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চিকিৎসকের ওপর হামলায় এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৯

শেয়ার করুনঃ
চিকিৎসকের ওপর হামলায় এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে।মামলায় বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারনামীয় আসামিরা হলেন– বিইউবিটির শিক্ষক শাহরিয়ার অর্নব, শিক্ষার্থী পলজয়, সহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন।রোববার (১ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন (৫৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শাহাবুদ্দিন শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বাদী এজাহারে অভিযোগ করেন, শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে ঢামেকের ২০০নং ওয়ার্ডে ডা. কানিজ ফাতেমা ইসরাত জাহানের তত্ত্বাবধানে অজ্ঞাত একজন সড়ক দুর্ঘটনার রোগী ভর্তি হয়। শনিবার (৩১ আগস্ট) সকাল ৭টায় ওই রোগী মৃত্যুবরণ করেন। পরে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর শনিবার বিকেল ৪টায় হঠাৎ নিউরো সার্জারি বিভাগের ২০১নং ওয়ার্ডের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের ডা. আল মাশরাফিকে ৩০/৪০ জন লোক ঘিরে ধরে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তারা তাকে মারতে মারতে তার গায়ের ডাক্তারির অ্যাপ্রোনটি খুলে ফ্লোরে ফেলে দিয়ে হাসপাতালে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে মারধর করতে থাকে।

বাদী আরও অভিযোগ করেন, সেই সময় ডা. মো. ইমরান হোসেনসহ আমি এগিয়ে যাই এবং ডা. ইমরান হোসেনকে কেন মারধর করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে তা শুনতে চেয়ে বাঁচাতে গেলে সেই সময় অজ্ঞাতদের মধ্যে থেকে একজন বলে ওঠেন এই সেই ডাক্তার যে গতকাল (শুক্রবার) ডিউটিতে ছিল। তখন তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ডা. ইমরানকে কোনো কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে এলোপাথাড়ি হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে এবং টেনে হিঁচড়ে মারতে মারতে তার গায়ের পোশাক ছিঁড়ে হাসপাতালের পরিচালক স্যারের অফিস রুমে নিয়ে যায় এবং সেখানে সবাইকে অবরুদ্ধ করে রাখে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

এদিকে শনিার মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। তখন অন্য আরেক গ্রুপ চাপাতিসহ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এসময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা: স্বাস্থ্যসেবায় আরও সহজ প্রবেশ

চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা: স্বাস্থ্যসেবায় আরও সহজ প্রবেশ

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায়না ইস্টার্ন এয়ারলাইনস চট্টগ্রাম থেকে কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।  চট্টগ্রাম-কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াতের ব্যয় এবং সময় উভয়ই কমে আসবে, ফলে আরও বেশি বাংলাদেশি নাগরিক সহজে চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এই ফ্লাইট চালুর মাধ্যমে

চীনে প্রধান উপদেষ্টার সফরে ২.১ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

চীনে প্রধান উপদেষ্টার সফরে ২.১ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

চার দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি চীনের শীর্ষ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে চীন বাংলাদেশকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।   শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। ঢাকায় নিযুক্ত

বাংলাদেশ-চীন সম্পর্ক: ড. মুহাম্মদ ইউনুসের সফর কতটা গুরুত্বপূর্ণ?

বাংলাদেশ-চীন সম্পর্ক: ড. মুহাম্মদ ইউনুসের সফর কতটা গুরুত্বপূর্ণ?

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের চীন সফর বাংলাদেশের জন্য বহুমুখী গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই সফর শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয়, বরং এটি বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি কৌশলগত পদক্ষেপ। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগী। এই সফরের মাধ্যমে বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। বিশেষত, চীনা বিনিয়োগকারীদের

ঈদযাত্রায় মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

ঈদযাত্রায় মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে, তবে কোথাও যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন, আর যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ও র‍্যাব মাঠে রয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে নিরাপত্তা তল্লাশি।   নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, শুক্রবার ছুটির দিনেও মহাসড়কে যানজট হয়নি। কিছুটা চাপ থাকলেও যানবাহন স্বাভাবিক গতিতে চলেছে, ফলে মানুষের যাত্রা

 চীনের বাজারে ২০২৮ পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাংলাদেশের

চীনের বাজারে ২০২৮ পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাংলাদেশের

চীন বাংলাদেশের জন্য শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন। ফলে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এ বৈঠকে বাংলাদেশ চীনা কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।   ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন হবে। এরপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তিন