গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম চলবে: আব্দুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ন
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম চলবে: আব্দুল আউয়াল মিন্টু

বরিশালের সদররোডের অশ্বিনী কুমার হলে রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আউয়াল মিন্টু।


আলোচনা সভায় আব্দুল আউয়াল মিন্টু বলেন, "একতাই মানুষের শক্তি। নিজেদের মধ্যে বিভেদ ভুলে দলের ঐক্যই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেতৃত্ব সবসময় পরিবর্তনশীল, কিন্তু দল স্থায়ী। মহান রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের অবদান কোনো দিন মুছে ফেলা সম্ভব নয়। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে শস্যভাণ্ডারে রূপান্তর করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।"


তিনি আরও বলেন, "বিগত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করেছেন। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের সংগ্রাম এখনো চলছে এবং চলবে যতদিন না গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।"


মিন্টু বলেন, "স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কোনো দিন ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে গিয়েছিল।"


আলোচনা সভায় বিএনপি নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন সংগ্রামের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেন।


অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সদররোডে দলীয় কার্যালয়ে আসেন। মহানগর বিএনপিও একই উপলক্ষে পৃথক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করে।