পিরোজপুরে ছাত্রশিবিরের সভাপতি মেহেদী, সেক্রেটারি ইমরান

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন
পিরোজপুরে ছাত্রশিবিরের সভাপতি মেহেদী, সেক্রেটারি ইমরান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদস্য ও সাথীদের নিয়ে দ্বায়িত্বশীল সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আল ইমরান।


মঙ্গলবার (০৭ জানুয়ারি) জেলা শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন অডিটোরিয়ামে নতুন বছর ২০২৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়।  তথ্য নিশ্চিত করেছেন সেক্রেটারি আল ইমরান খান।


সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শিবিরের এই নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল শেষ করে বরিশাল বিএম কলেজ থেকে অনার্স শেষের পর মাস্টার্সে অধ্যয়নরত আছেন এবং সাধারণ সম্পাদক আল ইমরান খান পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।


এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক মুহতাসিম বিল্লাহ, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সাকিব রায়হান, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, অধ্যক্ষ জহিরুল হক, আল আমিন শেখ ও আবু নাঈমসহ আরও অনেকে। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও জানা যায়।