জামালপুরের মাদারগঞ্জে সৈরাচার আওয়ামী লীগের নেতা মির্জা আজমের দোসদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বিকেলে উপজেলার বালিজুড়ি বাজারের থানা মোড় এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য শফিউল ইসলাম শ্বপন, মাদারগঞ্জ পৌর সেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও পৌরসভা ছাত্র দলের আহবায়ক জাহিদুল ইসলামসহ নেতা-কর্মীরা বক্তব্য রাখেন৷
বক্তারা বলেন, উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ মোহাম্মদ মজনু ফকিরের নেতৃত্বে সৈরাচার মির্জা আজমের দোসররা বিএনপিতে যোগদান করছে। এছাড়া তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় তারদের কারণে বঞ্চিত হচ্ছে। তাই যারা আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা৷
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।