ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল সরবরাহ বন্ধ, বিপাকে কৃষক-যানচালক

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল সরবরাহ বন্ধ, বিপাকে কৃষক-যানচালক

ঠাকুরগাঁও জেলায় বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকে জেলা জুড়ে প্রায় সব পেট্রোল পাম্প বন্ধ ছিল, যার কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষকদের সেচ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ঠাকুরগাঁও সদর ও আশেপাশের এলাকার পেট্রল পাম্পগুলোতে তেল না পাওয়ায় সকাল ১০টা থেকে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


কৃষক আবু বক্কর বলেন, ‘আমি ৩ একর জমিতে ভুট্টা চাষ করছি। পাঁচজন লোককে কাজে নিযুক্ত করেছিলাম, কিন্তু পাম্পে তেল না পাওয়ায় এখন ক্ষেতে পানি দিতে পারব না। লোকগুলোকে হাজিরা দিতে হবে এবং আমার সবকিছুই ক্ষতির সম্মুখীন হচ্ছে।’


এদিকে, জেলার ট্রাকচালক, বাইকচালকসহ সাধারণ মানুষও বিপাকে পড়েছেন। জিলানি নামের একজন বাইকচালক বলেন, ‘আমি দিনাজপুরে অফিসের কাজে যাচ্ছি, কিন্তু পাম্পে তেল না পাওয়ায় সমস্যায় পড়েছি। যদি আগে জানানো হতো, তবে এভাবে ভোগান্তিতে পড়তাম না।’


পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান, গত মঙ্গলবার রাতে নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগের অভিযানের পর ক্ষুব্ধ হয়ে পেট্রলপাম্প মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে, পাম্পে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা নিয়ম মেনে ব্যবসা করছি, কিন্তু সরকার এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’


ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা এ বিষয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি দ্রুত সমাধান করার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষসহ কৃষকরা আর ভোগান্তিতে না পড়েন।’