গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধে ভাঙ্গন, এলাকাকাসী আতঙ্কিত

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: রবিবার ২রা মার্চ ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন
গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধে ভাঙ্গন, এলাকাকাসী আতঙ্কিত

আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে ওয়াবদা বাঁধে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্রায় ৪০০ ফুট দীর্ঘ বাঁধের অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় এলাকাবাসী উদ্বেগের মধ্যে রয়েছে। স্থানীয় কাঁচা বাজার, নির্মাণাধীন চান্নি সেট, আল আকসা জামে মসজিদসহ আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পরপরই এই বাঁধের ফাটল দেখা দেয়, যা দ্রুত বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।


স্থানীয় কৃষকরা আশঙ্কা করছেন যে, যদি বাঁধের সংস্কারের কাজ দ্রুত না করা হয়, তবে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও তরমুজ চাষসহ অনেক মৎস্যঘের লোনা পানিতে প্লাবিত হয়ে যাবে। এর ফলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএনপি’র একটি অংশের যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম, সাবেক যুবদলের আহবায়ক আজগার মোড়ল এবং বিএনপি নেতা আল মাহমুদ টিক্কা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন।


এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এটি খুব দুঃখজনক ঘটনা, যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে বড়দল ও খাজরার একটি অংশ পানিতে প্লাবিত হতে পারে।” তিনি আরো জানান যে, বিষয়টি নিয়ে তিনি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং জরুরি ভিত্তিতে বাঁধের সংস্কারের কাজ শুরু করার চেষ্টা করবেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় জানিয়েছেন, তিনি বর্তমানে ছুটিতে থাকলেও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে পাঠানোর ব্যবস্থা করছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, দ্রুত কাজের ব্যবস্থা নেওয়া হবে।


পানি উন্নয়ন বোর্ডের এসও জাহিরুল ইসলাম জানিয়েছেন, “এক্স-ই-এন স্যার ঢাকায় গিয়েছেন, তবে রবিবার সকালে সাতক্ষীরা আসলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।”