পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ন
পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। রোববার (২৫ সেপ্টেম্বর) একটি টুইট বার্তায় তিনি এমনটি জানান।

 

টুইট বার্তায় পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব। মিফতাহ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে রয়েছেন এবং আগামী সপ্তাহের শুরুতে  তারা পাকিস্তানে ফিরবেন।


পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে।   আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে।  বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।