আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে থেকে তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটোছে। রবিবার বেলা ১০.৫০ টার দিকে চুরির ঘটনা ঘটে।
এসি ল্যান্ড অফিসের সার্টিফিকেট পেশকার মহিদুল ইসলাম সকালে অফিসে গিয়ে অফিসের সাইকেল সেডে তার কালো রঙের পালসার ১৫৫ সিসি মোটর সাইকেল লগ করে রাখেন। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নং সাতক্ষীরা-ল-১২-৮০৭৩। বেলা ১০.৫৫ টার দিকে অফিস কক্ষের দরজা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পান তার গাড়ির মত একটি গাড়ি কে যেন চালিয়ে যাচ্ছে। তখন দ্রুত বাইরে গিয়ে দেখেন সেডে তার গাড়ী নেই। দ্রুত খোজ করলেও ততক্ষণে চোর মোটর সসাইকেল নিয়ে লাপাত্তা হয়ে যায়।
উল্লেখ্য, ঘটনার সময় অফিসের বাইরের থাকা দুটি সিসি টিভি ঘটনাচক্রে বন্ধ ছিল।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, মোটর সাইকেল চুরির ঘটনা খুবই হতাশ করেছে। আমরা তাৎক্ষণিক ভাবে থানাসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। আমাদের সিসি টিভি এবং পাশের সদর ইউনিয়ন ভূমি অফিসের সামনের সিসি টিভি বন্ধ থাকায় চোর শনাক্ত সম্ভব হয়নি। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।