টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখলমুক্ত, আশ্রম গড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ৯ই মার্চ ২০২৫ ০১:০৮ অপরাহ্ন
টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখলমুক্ত, আশ্রম গড়ার অভিযোগ

টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি রোডে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের ছয়তলা বাড়ি থেকে দখলদারদের সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ছাত্র প্রতিনিধি পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি তালা ভেঙে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সেখানে রাখেন। রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি দখলমুক্ত করে এবং সেখানে থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের আগের বাসায় ফিরিয়ে দেয়। রুহুল আমিন শরিফ জানান, উদ্ধার হওয়া ১৭ জনের পুনর্বাসনের জন্য সমাজসেবা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।  


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন জোয়াহেরুল ইসলাম। ৬ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে হামলা ও লুটপাট হয়। এরপর সামাজিক মাধ্যমে বাড়িটি দখল করে আশ্রম গড়ার ঘোষণা দেওয়া হয়। শনিবার সকালে মিষ্টি তালা ভেঙে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের মানসিক ভারসাম্যহীন ২০ ব্যক্তিকে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। তিনি জানান, এটি জবরদখল নয় বরং ফেসবুকে ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের সব নেতার বাড়িতে আশ্রম তৈরির অংশ হিসেবে করা হয়েছে এবং তাঁকে ছাত্র প্রতিনিধিরা সমর্থন দিয়েছেন।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের আহ্বায়ক আল আমিন বলেন, মারইয়াম মিষ্টি ছাত্র প্রতিনিধি পরিচয়ে এ কাজ করেছেন বলে শুনেছেন তবে আন্দোলনের মূল চেতনার সঙ্গে এটি যায় না। কারও বাড়ি দখল করা অপরাধ এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।  


এদিকে, জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান অভিযোগ করেন, মিষ্টি তাঁদের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন, যা না দেওয়ায় বাড়ি দখল করা হয়েছে। তবে মিষ্টি এসব অভিযোগ অস্বীকার করেছেন।  


সামাজিক মাধ্যমে এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা চলছে। কেউ কেউ এটিকে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এটি আইনবহির্ভূত কাজ। প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।