নওগাঁয় রমজান উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ছুটির দিন ব্যতিত প্রতিদিন শহরের ৫টি পয়েন্টে ট্রাকে করে ভ্রাম্যমান ভাবে এসব পণ্য বিক্রি হচ্ছে। তবে দেরিতে পণ্য আসায় ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি পোহাতে হচ্ছে। দেরিতে হলেও পণ্য পাওয়ার পর তাদের মাঝে স্বস্থি ফিরেছে।
ভ্রাম্যমান ট্রাক সেলে একজন ক্রেতা ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল, ৬০ টাকা কেজি দরে ১ কেজি ছোলা, ১০০ টাকা লিটারে ২ লিটার তেল এবং ৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি। এক প্যাকেজের মূল্য ৪৫০ টাকা। যা বাজার তুলনায় প্রায় ৩৫০ টাকা কম মুল্যে পাওয়া যাচ্ছে।
গত ৫ মার্চ টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। শুক্রবার ব্যতিত ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন নওগাঁ শহরে ৫ টি স্থানে ২ হাজার সাধারণ ভোক্তার মাঝে পণ্য বিক্রি করা হবে। একটি ট্রাক থেকে ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে ২১ টি স্থানে পণ্য বিক্রি করা হবে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন কঠোর ভাবে তদারকি করছে।
সূলভ মূল্যে এসব খাদ্যপণ্য কিনতে অনেকে ভোর থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মাঠে তপ্ত রোদের মধ্যে অপেক্ষা করছেন। পণ্যের তুলনায় ক্রেতা প্রায় তিনগুন ভীড় করছে। সকাল ১০ টা থেকে পণ্য বিক্রির কথা থাকলে দুপুর ১ টার দিকে পণ্য বিক্রি শুরু হয়। দেরিতে পণ্য বিক্রি হওয়ায় ভোগান্তি পোহাতে হয় ক্রেতাদের। তবে বাজার তুলনায় স্বল্প মুল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।