জামালপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী প্রকাশনা উৎসব এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।
প্রকাশনা উৎসবে বিভিন্ন ইসলামিক বই, পুস্তিকা, এবং স্মারক মুদ্রিত সামগ্রী বিক্রি করা হয়। এছাড়া, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরিব ও অসহায় মানুষদের জন্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবায় বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন, যারা মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করেন এবং বিভিন্ন ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
এসময় জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল হক, শাহজালাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অতিথিরা এই ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, ছাত্রশিবিরের এ ধরনের উদ্যোগ সমাজে মানুষের পাশে দাঁড়ানোর একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
এভাবে বিভিন্ন মহল থেকে মানুষের চিকিৎসা ও জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তারা ছাত্রশিবিরের উদ্যোগকে স্বাগত জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।