নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে এক যুবদল কর্মিকে প্রকাশ্যে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৯) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের সাথে মাটি কাটা নিয়ে বিরোধ হয়। এর পরিপ্রেক্ষিতে, মিজানের অনুসারী কিছু যুবক ওই যুবক জহিরকে মারধর করেন। এই ঘটনার জের ধরে শুক্রবার রাতে মিজান নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে তার অটোরিকশায় আসলে দুর্বৃত্তরা তার পথ রোধ করে। এক পর্যায়ে তারা মিজানের বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার নেতৃত্ব দেন জহির ও মিঠু নামে দুই যুবক। তারা দু’জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল বলেন, মিজান আমার সঙ্গে জেলে ছিল, তবে তিনি কোন পদে আছেন তা জানি না। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি, তবে হামলাকারীরা কে তা আমার জানা নেই।
এদিকে, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাটি নিয়ে বিরোধের জেরে এই হামলা ঘটে। গুলিবিদ্ধ মিজান বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিজানের পরিবারকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
এ ঘটনার পর এলাকার পরিস্থিতি থমকে আছে এবং পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।