ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২০ অপরাহ্ন
ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্নের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় কাঁঠালিয়া উপজেলার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মো. নাজমুছ সালেহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কাঁঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আকন, ঝালকাঠি সদর উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল্লাহ আল কাইয়ুম (রুবেল), উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন এবং স্থানীয় ইউপি সদস্য মো. নূরুল আলম মিলু ও মো. নুরুজ্জামান বাদল। 


অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এর পাশাপাশি, ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল ও পাঠদান কর্মসূচির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন। 


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. শাহজাহান আকন্দ, মো. মাইনুদ্দিন নিউটন, মোসা. ঝুমুর আক্তার এবং মো. কিশোর মাহমুদ আকন। তারা সকলেই শিক্ষার গুরুত্ব ও সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। 


এ সময়, বিশেষভাবে দুইজন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের মধ্যে এক জন স্থানীয় বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী এবং অন্য জন ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদেরকে তাদের সাফল্য ও পরিশ্রমের জন্য সম্মাননা প্রদান করা হয়। 


অনুষ্ঠানে আরও জানানো হয়, এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ সামগ্রিকভাবে শিক্ষার মান বৃদ্ধি এবং সমাজে অগ্রগতির পথ সুগম করতে সহায়ক হবে। 


অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্নের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। 


উপস্থিত ব্যক্তিরা সবাই একমত হন যে, এ ধরনের উদ্যোগ সমাজে শিক্ষা সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে সহায়ক হতে পারে এবং এটি ভবিষ্যতে আরও বড় আকারে সম্প্রসারিত হওয়া উচিত।