ভূরুঙ্গামারীতে সবজির দাম নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি, দুঃশ্চিন্তায় কৃষক

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪২ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে সবজির দাম নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি, দুঃশ্চিন্তায় কৃষক

ভূরুঙ্গামারীতে সবজির দাম কমে যাওয়ায় ক্রেতারা স্বস্তি পেলেও বিপাকে পড়েছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন হাটবাজারে আলু, বেগুন, শিম, গাজর, শশা, ধনেপাতা, লালশাক ও পালংশাক ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো, ওলকপি ও কাঁচা মরিচ ৩০


টাকা, ফুলকপি ১০ টাকা, বাধাকপি ও মুলা ৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে পেঁয়াজ, আদা ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে, যা যথাক্রমে ৪০-৫০, ১৬০ ও ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমে গেছে বলে জানান


ব্যবসায়ীরা, যা ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক হলেও কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক চাষি বলছেন, উৎপাদন খরচ তুলতে না পারায় তারা লোকসানে পড়ছেন। এক মুলা চাষি বলেন, আধা বিঘার বেশি জমিতে তিন হাজার টাকা খরচ করে মুলা চাষ


করলেও বিক্রি হয়েছে মাত্র ১২০০ টাকার মতো। অন্যদিকে এক ফুলকপি চাষি জানান, ২৫ হাজার টাকা খরচ করেও ১০ হাজার টাকার বেশি বিক্রি করতে পারেননি, যা তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচের তুলনায় বাজার দর কম হওয়ায় তারা লাভ তো দূরের কথা, আসল টাকাও তুলতে পারছেন না। তারা সরকারি সহায়তা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।