টাকার বিনিময়ে ভারতীয় মিডিয়ার ষড়যন্ত্রে লিপ্ত : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৮ অপরাহ্ন
টাকার বিনিময়ে ভারতীয় মিডিয়ার ষড়যন্ত্রে লিপ্ত : প্রেস সচিব

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক প্রকাশনা উৎসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতীয় মিডিয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বিপুল অর্থ বিনিয়োগ করে ভারতীয় মিডিয়াকে ব্যবহার করে চব্বিশের গণঅভ্যুত্থানকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং ড. ইউনূসকে আন্তর্জাতিকভাবে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা চলছে।  


শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বিষয়ক দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কারো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরতে হবে। তবে স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।  


তিনি আরও বলেন, পতিত সরকার যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা গণতন্ত্রের পক্ষে, তাদের উচিত গণআন্দোলনের চেতনা ধরে রাখা এবং জনগণের অধিকার রক্ষায় সচেতন থাকা।  


প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমানে মিডিয়ার মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোকে ব্যবহার করে দেশের চলমান গণআন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এসব অপপ্রচার রুখতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং সত্য তথ্য প্রচারে গুরুত্ব দিতে হবে।  


তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান দেশের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এটি কোনো ষড়যন্ত্রের অংশ নয় বরং গণমানুষের অধিকার আদায়ের লড়াই। কিন্তু কিছু আন্তর্জাতিক মহল এটিকে বিকৃতভাবে উপস্থাপন করতে চাইছে।  


এ প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় দেশবাসীকে সোচ্চার হতে হবে। একমাত্র জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে সত্যকে সামনে আনতে এবং বিদেশি অপপ্রচার ব্যর্থ করতে।  


প্রকাশনা উৎসবে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, গ্রাফিতি ও শিল্পের মাধ্যমে গণআন্দোলনের চেতনা ধরে রাখতে হবে। এতে তরুণ সমাজ ইতিহাস জানতে পারবে এবং ভবিষ্যতে তাদের অধিকার রক্ষায় সচেতন হবে।  


উৎসবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারা বলেন, স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষা করতে হলে সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে এবং যে কোনো বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।