রাজাপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শুক্রবার ৭ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন
রাজাপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে আবুল বাশার হত্যা মামলায় মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর সাউথপুর নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  


পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় আবুল বাশার নামে এক রাজমিস্ত্রীকে। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে নাজমুল ও রাতুলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।  


মামলার প্রধান আসামি নাজমুলকে র‌্যাব-৮ ঢাকার গাজীপুর থেকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তরিকুল ইসলাম তারেকের নাম হত্যার হুকুমদাতা হিসেবে প্রকাশ করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করে।  


গ্রেফতার হওয়া তরিকুল ইসলাম তারেক মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকার মৃত আব্দুল আজিজ হাওলাদারের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  


পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা বা ব্যক্তিগত বিরোধ থাকতে পারে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  


রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, মামলার আসামি নাজমুলকে জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনাকারী হিসেবে তরিকুল ইসলাম তারেকের নাম উঠে আসে। এরপর তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।  


এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।  


হত্যার মূল রহস্য উদঘাটন ও মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ আরও অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।