নওয়াপাড়ায় চুরির হানা, স্বর্ণ ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: শুক্রবার ৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৭ অপরাহ্ন
নওয়াপাড়ায় চুরির হানা, স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিশেষ কৌশলে চিলেকোঠার দরজা খুলে ছাদ দিয়ে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর নওয়াপাড়া গ্রামের গাজী বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।  


ভুক্তভোগী মুসফিক হায়দার সুজন মাগরিবের নামাজের পর ঘরের গ্রীলে তালা লাগিয়ে সাতক্ষীরার বাসায় যান। রাত ৯টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে ফিরে দেখেন ঘরের ওয়ারড্রপ, শোকেস ও স্টিলের বাক্সের তালা ভাঙা, মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। স্বর্ণালঙ্কারের বাক্স খালি, নগদ টাকাও নেই। চিৎকার শুনে পাশের বাড়ি থেকে তার মা-বাবা ছুটে আসেন।  


পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে দেখেন, চোরেরা চিলেকোঠার দরজা খুলে সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে চুরি করেছে এবং পালিয়ে গেছে ছাদ দিয়ে গাছ বেয়ে। চুরির ঘটনায় প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, মাছ বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী খোয়া গেছে।  


খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আঃ হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আশপাশের এলাকায় তদন্ত চালাচ্ছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।  


এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  


স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। নিরাপত্তার অভাবে তারা আতঙ্কে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারির দাবি করেছেন।  


এলাকাবাসীর অভিযোগ, রাতে পর্যাপ্ত টহল না থাকায় চোরেরা সহজেই অপরাধ সংঘটিত করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে চুরি-ডাকাতির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।  


এদিকে, চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে।