জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছে। তবে সেখানে জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে পাঁচবিবি পৌর শহরের পাঁচ মাথা চত্বর ও বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত ম্যুরাল দুটি ভাঙচুর করা হয়। এর আগে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা শেখ মুজিবের ম্যুরালের কিছু অংশ বিকৃত করেছিল। তবে সেই সময় মূল কাঠামো অবিকৃত ছিল। এবার সেই কাঠামোও ভেঙে ফেলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি পৌর শহরের পাঁচ মাথা চত্বরের পশ্চিম পাশে শাপলা ফুল, জাতীয় চার নেতা, শেখ মুজিবুর রহমান ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল ছিল। ৫ আগস্টের পর শেখ মুজিবের ম্যুরালটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বৃহস্পতিবার রাতে এক্সকাভেটর নিয়ে এসে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুরো কাঠামো ধ্বংস করে। তারা "মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না", "অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন", "হই হই রই রই, শেখ হাসিনা গেলো কই"— এমন স্লোগান দিতে দিতে ম্যুরাল ভাঙচুর করে। তবে জাতীয় চার নেতা ও সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল আগের মতোই অক্ষত রয়েছে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের ম্যুরালেও হামলা চালায়। এক্সকেভেটর দিয়ে তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও সম্পূর্ণরূপে ভেঙে ফেলে।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, "ঘটনাটি আমরা তদন্ত করছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।"
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।