টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল ফরচুন বরিশাল

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: শুক্রবার ৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫১ অপরাহ্ন
টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ফরচুন বরিশাল।


গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে বরিশালের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে চিটাগং কিংস, যেখানে একবার জয় পেয়েছে এবং বাকি দুই ম্যাচে পরাজিত হয়েছে। ফাইনালে উভয় দলই সেরা পারফরম্যান্স প্রদর্শন করে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।


উল্লেখ্য, চিটাগং কিংস দীর্ঘ ১২ বছর পর বিপিএলের ফাইনালে উঠেছে।