পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩০ জানুয়ারি একটি হামলার ঘটনা ঘটে। এ হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন এবং পরবর্তীতে দুই আসামীকে আদালত জেলহাজতে পাঠিয়েছে। এই ঘটনা সম্পর্কে জানা যায় যে, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল এবং একে অপরের মধ্যে মামলা মোকদ্দমাও চলমান ছিল।
শুক্রবার, ১ ফেব্রুয়ারি, পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয় যেখানে মোট ৮ জন আসামী এবং ৩-৪ জন অজ্ঞাতনামা আসামী অন্তর্ভুক্ত হয়। মামলাটি বাদী মোঃ সাইফুল এর পক্ষ থেকে করা হয়। জমির বিরোধের কারণে, ৩০ জানুয়ারি সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয় এবং পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে হামলায় রূপ নেয়।
আহতদের মধ্যে ছিলেন মোঃ কাওসার আহমেদ (২৫), মোঃ মাঈন উদ্দিন মাষ্টার (৫৫), এবং মোঃ শাওন (২৫)। তাদের চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময়, আসামীরা কাওসারের গলায় থাকা স্বর্ণের চেইন, সাইফুলের পকেট থেকে নগদ ১০ হাজার টাকা এবং একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এছাড়া, সাইফুলের স্ত্রী মোসাঃ খাজিদা বেগমের শ্লীলতাহানীর ঘটনাও ঘটে।
ঘটনার পর আশপাশের লোকজন এসে ডাক-চিৎকারে আসামীদের প্রতিরোধ করতে চাইলেও তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কাওসার এবং মাঈন উদ্দিনকে ভর্তি করা হয় এবং শাওনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, ১ ফেব্রুয়ারি আসামীদের জামিন চেয়ে আদালতে হাজির করা হয় এবং দুই প্রধান আসামী, মোঃ জলিল হাওলাদার ও মোঃ মতিউর হাওলাদার, কে জেলহাজতে পাঠানো হয়। বাকি আসামীরা অস্থায়ী জামিন লাভ করেছে। মামলার তদন্ত এখনও চলছে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, মামলার অন্যতম আসামী মোঃ মতিউর হাওলাদারের স্ত্রী রাশিদা বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের এবং ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তিনি বলেন, তার স্বামী আদালতে জামিন চাইতে গেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী সুবিচার পাওয়ার আশায় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা এই জমির বিরোধের সুরাহা চাচ্ছেন যাতে এমন নৃশংস হামলা আর না ঘটে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।