ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধ, শ্বশুরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন
ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধ, শ্বশুরকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মতিয়ার রহমান (৪৮) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার এক ঘণ্টার মধ্যেই পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে বাবুল চৌধুরী ওরফে বাবু (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। নিহত মতিয়ার রহমান একই ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।  


নিহতের পরিবার জানায়, মেয়ে-জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে মতিয়ার রহমান বোরো ধান রোপণের জন্য জামাইয়ের জমিতে যান। এ সময় জমির দখল নিয়ে পুরনো বিরোধের জেরে জামাই আনোয়ারের চাচাতো ভাই বাবু মিয়া ও তার ছেলে রাজু, আমিনুল, সাখাওয়াত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  


ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহান তানভীরুল ইসলাম জানান, দুপুর ২টার কিছু পর মতিয়ার রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।  


এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হাসান জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূল অভিযুক্ত বাবুল চৌধুরীকে আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।  


তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।