বিসিসি’র ১৬০ পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৭:১৭ অপরাহ্ন
বিসিসি’র ১৬০ পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই, প্রতিবাদে মানববন্ধন

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার নগর ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বেলা ১১টায় এই কর্মসূচি আয়োজিত হয়, যেখানে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রতিবাদ জানান।


মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ বা পূর্বাভাস ছাড়াই আকস্মিকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হঠাৎ করে চাকরি হারিয়ে তারা এখন চরম বিপাকে পড়েছেন। অনেকেই কোনো বিকল্প পেশার সঙ্গে যুক্ত না থাকায় তাৎক্ষণিকভাবে জীবিকা নির্বাহের কোনো পথ খুঁজে পাচ্ছেন না।


বক্তারা বলেন, ছাঁটাইকৃত কর্মীরা নগর ভবনের বিভিন্ন কর্মকর্তাদের কাছে চাকরি ফিরে পাওয়ার আবেদন জানালেও কোনো আশ্বাস পাননি। ছাঁটাইকৃতদের পুনর্বহাল এবং পহেলা নভেম্বর থেকে সরকার নির্ধারিত বেতন প্রদান না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


মানববন্ধনে বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও ক্ষতিগ্রস্ত কর্মীরা বক্তব্য রাখেন। তারা এ অবিচার বন্ধ করে দ্রুত তাদের পুনঃনিয়োগের দাবি জানান।


অন্যদিকে, বরিশাল সিটি কর্পোরেশন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছাঁটাইকৃতদের মধ্যে বেশিরভাগই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন অথবা দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন।


 


যদিও এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ছাটাইকৃতদের মধ্যে বেশিরভাগই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত নয়তো দায়িত্বরত কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না।