মাদারীপুরে টাকার জন্য বউ-শাশুড়িকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আরিফুর রহমান,মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৫:০১ অপরাহ্ন
মাদারীপুরে টাকার জন্য বউ-শাশুড়িকে মারধরের অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীপুর এলাকায় রবিবার রাতে কাওছার সরদার নামে এক যুবকের বিরুদ্ধে বউ এবং শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নেশাসক্ত কাওছার বিয়ের পর থেকেই তার স্ত্রী বিউটি আক্তারের পাঠানো টাকার ওপর নির্ভরশীল ছিল। ওমানে থাকা অবস্থায় বিউটি কাওছারের কাছে নিয়মিত টাকা পাঠাতেন। দেশে ফিরে টাকা নিয়ে বিরোধ শুরু হলে কাওছার তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে।  


রবিবার রাতে কাওছার টাকার জন্য বিউটিকে মারধর করলে তার শাশুড়ি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। আহত বিউটি আক্তার ও তার মা বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। বিউটি বলেন, “আমার স্বামী একজন নেশাগ্রস্ত। সবসময় টাকার জন্য চাপ দেয় এবং মারধর করে। আমার মা বাধা দিতে গেলে তাকেও রক্তাক্ত করে ফেলে। আমি এর সঠিক বিচার চাই।”  


মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।