দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।  


এর আগে ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে যাত্রী ও যানবাহন চালকদের তীব্র ঠান্ডা ও শীতে দুর্ভোগ পোহাতে হয়।  


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি এই নৌরুটে চলাচল করছে।  


কুয়াশার কারণে প্রায়শই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। এতে যাত্রী ও যানবাহনের চালকদের অসুবিধার মুখোমুখি হতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ করছে।