কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে গভীর সমুদ্রে সফল অভিযান চালিয়ে এফবি বিসমিল্লাহ-১ নামের একটি মাছ ধরার ট্রলার ২ শত মণ ইলিশ নিয়ে ফিরেছে। বৃহস্পতিবার (জানুয়ারি) সন্ধ্যায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মেসার্স ফাইভ স্টার ফিস নামের একটি মৎস্য আড়তে এসব মাছ নিয়ে আসা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিলামের মাধ্যমে মাছগুলো ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ট্রলারটি গত ৬ জানুয়ারি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৭ জন জেলে নিয়ে সমুদ্রে পাড়ি দেয়। চার দিনের অভিযানে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ে। মাছগুলো তিনটি সাইজে ভাগ করা হয়। ৬০০-৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার টাকা, ৪০০-৫০০ গ্রাম ওজনের প্রতি মণ ২৫ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতি মণ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়। এছাড়া অন্যান্য প্রজাতির মাছ ৫৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ট্রলারের মাঝি একলাস গাজী বলেন, "আমরা কুয়াকাটা থেকে গভীর সমুদ্রে ফিশিং করতে করতে কক্সবাজার সংলগ্ন এলাকায় পৌঁছাই। সেখানেই জালে এসব মাছ ধরা পড়ে। বর্তমানে সমুদ্রে মাছ কম ধরা পড়ছে। তবে আল্লাহ আমাদের আশীর্বাদ করেছেন।"
ট্রলারের মালিক খলিলুর রহমান খান বলেন, "অনেক দিন ধরেই সমুদ্রে তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। আমাদের প্রচুর লোকসান হয়েছে। তবে এই মাছ বিক্রির টাকায় কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।"
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে মাছের উৎপাদন কমে যাওয়ায় বাজারে ইলিশের চাহিদা ও দাম উভয়ই বেড়েছে। ট্রলারের এই সাফল্য সংশ্লিষ্ট সবাইকে আশার সঞ্চার করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।