রাজবাড়ীর দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ফেরিজটের সৃষ্টি হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথে যানবাহন পারাপারে এখন কিছুটা অসুবিধা হচ্ছে, কারণ ৭টি ফেরিঘাটের মধ্যে ৫টি ঘাট বন্ধ হয়ে গেছে। এতে করে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দৌলতদিয়া ঘাটে সরেজমিন পরিদর্শন করলে দেখা যায়, ৪ নম্বর ঘাটে ফেরি চলাচল স্বাভাবিকভাবেই চলছে। তবে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরি পাটুরিয়া থেকে যাত্রী এবং যানবাহন নিয়ে এসে ৫ নম্বর ঘাটের পন্টুনের কাছে অপেক্ষা করছিল, কারণ ওই ঘাটটি বন্ধ ছিল।
জানা গেছে, দৌলতদিয়ার ৭টি ফেরিঘাটের মধ্যে ১, ২, ৫ ও ৬ নম্বর ঘাট দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে বন্ধ রয়েছে। বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। তবে, শনিবার সকাল ১০টার দিকে ৭ নম্বর ঘাটের পুরানো পন্টুন সরিয়ে সেখানে নতুন পন্টুন স্থাপনের কাজ শুরু হয়, যার ফলে ওই ঘাটটি বন্ধ থাকে। এই কারণে, বর্তমানে দুটি ঘাট দিয়ে পারাপার চলতে থাকায় ফেরিজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, পন্টুন পরিবর্তনের কাজ স্বাভাবিকভাবেই চলছে এবং সন্ধ্যার আগেই নতুন পন্টুন বসানোর কাজ সম্পন্ন হবে, ফলে ঘাটটি সচল হবে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার (মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ৭ নম্বর ঘাটের পন্টুনটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হওয়ায় জরুরি সংস্কারের প্রয়োজন ছিল। এজন্য পুরানো পন্টুনটি সরিয়ে নতুন পন্টুন বসানোর কাজ চলছে এবং বিকেল ৩-৪ টার মধ্যে এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।