আসামে হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
সৌম্যা সাহা , কলকাতা প্রতিনিধি ভারত
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ন
আসামে হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনে নিষেধাজ্ঞা

ভারতের আসাম রাজ্যে জনসম্মুখে এবং হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুধবার (৪ ডিসেম্বর) এই সিদ্ধান্ত ঘোষণা করেন।  


মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের মন্ত্রিসভায় গরুর মাংস সংক্রান্ত আইন সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট, ২০২১-এ গবাদি পশু জবাই, মাংস পরিবহন, বিক্রি এবং ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।  


মুখ্যমন্ত্রী বলেন, "২০২১ সালে গবাদি পশু সংরক্ষণ বিল পাস করার মাধ্যমে আমরা আসামে গরু রক্ষার বিষয়টি নিশ্চিত করেছি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যের কোনো হোটেল, রেস্তোরাঁ বা জনসমাবেশে গরুর মাংস পরিবেশন করা যাবে না।"  


আইনে মন্দির ও সাতরা (বৈষ্ণব মঠ)-এর ৫ কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ছিল। এবার এই বিধানটি আরও বিস্তৃত করা হয়েছে।  


২০২১ সালের আগস্টে আসাম বিধানসভায় কণ্ঠভোটে পাস হওয়া এই আইনের আওতায় আইন লঙ্ঘনকারীদের তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং ৩ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।  


প্রসঙ্গত, আসামে হিন্দু, জৈন এবং শিখ ধর্মাবলম্বীদের সংখ্যা উল্লেখযোগ্য। এসব সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।  


এ নিষেধাজ্ঞা নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে ধর্মীয় গোষ্ঠীগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অন্যদিকে কিছু বিরোধী দল এই নিষেধাজ্ঞাকে অপ্রয়োজনীয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি বলে অভিহিত করেছে।  


রাজ্য সরকারের এই নতুন নির্দেশনার ফলে আসামে গরুর মাংস ব্যবহারে আরও কড়াকড়ি আরোপ করা হলো। জনসাধারণের মধ্যে আইনটি কার্যকর করতে প্রশাসন বিশেষ নজরদারি চালাবে বলে জানানো হয়েছে।