আবারো শূন্যরেখায় বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, বিজিবির বাধা !

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , লালমনিরহাট
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন
আবারো শূন্যরেখায় বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, বিজিবির বাধা !

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে এ কাজে বাধা দেয়। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  


বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে দহগ্রাম সীমান্তের মেইন পিলার নাম্বার ৮-এর ৩৭ থেকে ৪৬ নাম্বার সাব পিলারের মধ্যে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিএসএফ বেড়া নির্মাণ শুরু করে। ২০-২৫ জন শ্রমিকের মাধ্যমে বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে কিছু সময়ের জন্য কাজ বন্ধ হয়। তবে পরবর্তীতে আবার বেড়া নির্মাণ শুরু করা হয়।  


বিজিবি জানিয়েছে, বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করছে। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের এ কাজে বাধা দিয়েছে।  


দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, শূন্যরেখায় বেড়া নির্মাণ সম্পূর্ণ অবৈধ। এটি বন্ধ না হলে আমরা প্রতিবাদে নামবো।  


রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমীর খসরু জানান, এ ঘটনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়েছে। আজ শনিবার সীমান্ত পরিদর্শনে আসবেন উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।  


এর আগেও দহগ্রাম ও পাটগ্রাম সীমান্তে বিএসএফ বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে। গত ১১ দিনের মধ্যে এ ধরনের তিনটি ঘটনা ঘটেছে। ৩১ ডিসেম্বর দহগ্রাম সরকারপাড়া সীমান্ত এবং ৭ জানুয়ারি পাটগ্রামের গাটিয়ারভিটা সীমান্তে একই ধরনের চেষ্টা করে বিএসএফ।  


সীমান্তে এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং শূন্যরেখায় বেড়া নির্মাণের বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।