মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ অভিযানে অবৈধ পথে আসা দুই হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ বিশ হাজার টাকা। অভিযানে আটক করা হয়েছে কুলাউড়ার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০) নামের দুই ব্যক্তিকে।
শুক্রবার বিকেলে কমলগঞ্জের কালেঙ্গা থেকে মুন্সিবাজার রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ORIS ব্র্যান্ডের ৪০,০০০ শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আনার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জব্দকৃত সিগারেট ও গাড়ি কমলগঞ্জ থানায় হেফাজতে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।