অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার পরিকল্পনা তুলে ধরলেন-উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ১০:১৫ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার পরিকল্পনা তুলে ধরলেন-উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের আসন্ন কার্যক্রমের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি এই পরিকল্পনাগুলো প্রকাশ করেন।  


সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার কাজগুলোর মধ্যে রয়েছে:  

১. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা তৈরি করা এবং তাদের চিকিৎসাসহ পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা।  

২. গণহত্যার সুষ্ঠু বিচার এবং এ সংক্রান্ত মামলাগুলোর যথাযথ তদন্ত কার্যক্রম পরিচালনা করা।  

৩. গত ১৬ বছরের গুম, খুন ও অর্থনৈতিক লুটপাটের বিচার এবং লুট হওয়া অর্থ ফেরত আনা।  

৪. জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য সহনীয় রাখা।  

৫. জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বাস্তবসম্মত সংস্কার নিশ্চিত করা।  

৬. শিক্ষা, জনস্বাস্থ্য, তথ্য প্রযুক্তি ও আবাসনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে পুনর্গঠন।  

৭. তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং উদ্যোগী হতে সহায়তা করা।  

৮. জনবান্ধব অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।  

৯. সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সেবার মান নিশ্চিত করা।  


রাজনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে তিনি বলেন:  

১. অভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করা এবং নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা।  

২. জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের অধিকার এবং পরিবেশ রক্ষা করা।  

৩. পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ধরে রাখা।  

৪. ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সংস্কার করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।  

৫. তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।  


মাহফুজ আলম মনে করেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি সবাইকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানান।