ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল থানা পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসানের নির্দেশনায় একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ওই নারীকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সরাইল থানার এসআই মো. আবু তাহের এবং এএসআই রুবেল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) এলাকার সবুজ বাংলা হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তল্লাশী করে তাহমিনা সরকার (২৮) নামের এক নারীকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
তাহমিনা সরকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম দক্ষিণ পাড়ায়। তার পিতার নাম আব্দুল বারেক।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। তল্লাশিকালে তাহমিনা সরকারের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাহমিনা সরকার এনা পরিবহনের যাত্রীবেশে মাদক বহন করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। আটককৃত মাদকদ্রব্যসহ তাকে সরাইল থানায় নিয়ে যাওয়া হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।