ভূরুঙ্গামারীতে দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ০৭:২৮ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জাপানের উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়নে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।


দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন ও জাইকা এক্সপার্ট বিমল কান্তি কুরি সেশন পরিচালনা করেন। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এতে সভাপতিত্ব করেন। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোফাখখারুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন। 


এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।