ঝালকাঠির কাঁঠালিয়ায় হিফজুল কুরআন ও আযান প্রতিযোগিতা আয়োজন করেছে আলহাজ্ব আরিফ হোসেন ফাউন্ডেশন। রোববার সকালে শৌলজালিয়ায় ফাউন্ডেশনের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আযান প্রতিযোগিতায় ৫৬ জন, হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭০ জন এবং নূরানী শিক্ষার্থী বিভাগে ২৪০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফ হোসেন খান। অনুষ্ঠানে উপজেলার ৮৫ জন ইমামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালগাছিয়া দরবার শরীফের পীর সাহেব মুফতী নূরুল্লাহ্ আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়েত ইসলাম বাংলাদেশ কাঁঠালিয়া উপজেলা শাখার আমির মাস্টার মোঃ মুজিবুর রহমান, কাঁঠালিয়া বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এছাড়া তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, শৌলজালিয়া মাদ্রাসার সুপার আঃ রাজ্জাকসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
আয়োজনটি এলাকার মানুষের মধ্যে ধর্মীয় উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের জন্য এমন প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।