রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “আমরা কেউ চাই না আমাদের সন্তানরা পূর্বপাড়ায় ফিরে যাক। তারা এখানে শিক্ষার জন্য এসেছে, আমাদের লক্ষ্য তাদের আলোকিত করা, যাতে তারা দেশের সম্পদে পরিণত হয়। আমাদের সন্তানরা একদিন দেশ পরিচালনা করবে। সুতরাং, এই জনসম্পদকে যথাযথ কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, "আমাদের সন্তানরা যেন শিক্ষার জগতে থেকে নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে, তার জন্য আমরা কাজ করছি। সেভ দ্যা চিলড্রেন তিন মাস সময় বাড়িয়েছে। আমরা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিকল্প প্রকল্প আনার চেষ্টা করছি যাতে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে কোনো বাধা না হয়।"
অভিভাবকদের প্রতি আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, “আমরা আমাদের সন্তানদের পড়াশোনার জন্য সবকিছু করব। এখানে তাদের শিক্ষার কোনো সমস্যা হবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) প্রদীপ প্রকল্পের নির্বাহী পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেকেএস প্রদীপ প্রকল্পের সহকারী শিক্ষক সুমি আক্তার। এ সময় সেভ দ্য চিলড্রেন ম্যানেজার মো. সাইফুল ইসলাম খান সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভা শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এই সমাবেশে জেলা প্রশাসকের বক্তব্য এবং উদ্যোগে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন। তাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের এসব পদক্ষেপের প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।