ন’হুজুর পীর কেবলার ৪৪তম ওফাত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন
ন’হুজুর পীর কেবলার ৪৪তম ওফাত দিবস পালিত

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহঃ) এর ৪৪তম ওফাত দিবস ধর্মীয় ভাব গাম্ভির্য্যের সঙ্গে পালিত হচ্ছে। এ উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলার ভক্ত আশেকানরা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছেন।


ঝিনাইদহ শহরের আব্বাস উদ্দীন (রহঃ) সড়কের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও ঢাকার ট্রফিক্যাল হাইওয়ে হোমস ও খুলনা শহরে সন্ধ্যায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে জমিয়তে জাকেরিণের পক্ষ থেকে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


১৯৮২ সালের এই দিনে ন’হুজুর পীর কেবলা নামে পরিচিত ফুরফুরা শরীফের পীর হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী (রহঃ) ওফাত লাভ করেন। তার অসাধারণ জীবনদর্শন এবং আধ্যাত্মিক শিক্ষা দুই বাংলার লাখো ভক্ত আশেকানের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে। প্রতি বছর তার ওফাত দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে ভক্ত-আশেকানদের উদ্যোগে দোয়া মাহফিল ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়।


ন’হুজুর পীর কেবলার ওফাত দিবস উপলক্ষে জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক এবং তার পৌত্র মওলানা মোহাম্মদ আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিক ভক্ত-আশেকানদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেন, “ন’হুজুর পীর কেবলার রেখে যাওয়া আধ্যাত্মিক শিক্ষা ও দিকনির্দেশনা অনুসরণ করে আমরা জীবনের সঠিক পথ খুঁজে নিতে পারি। আজকের সওয়াব রেসানী, মিলাদ এবং দোয়ার মাহফিলে শরীক হয়ে মুরীদ ও ভক্তরা অশেষ নেকি হাসিল করতে পারবেন।”


এদিকে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকায় ন’হুজুর পীর কেবলার ভক্তরা শীতবস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


দিবসটির তাৎপর্য নিয়ে ভক্ত আশেকানরা জানান, ন’হুজুর পীর কেবলা শুধু একজন আধ্যাত্মিক নেতা ছিলেন না, তিনি মানবতার সেবায় নিবেদিতপ্রাণ ছিলেন। তার আদর্শ আজও দুই বাংলার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।


দোয়া মাহফিলে মুরীদ ও ভক্তদের ভিড় লক্ষ করা গেছে। তার আধ্যাত্মিক উত্তরসূরিরা পীর কেবলার রেখে যাওয়া দীক্ষার আলো ছড়িয়ে দিতে তার কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।