আ.সালাম পিন্টুকে খালাস দেওয়ায় গোপালপুরে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৫:১১ অপরাহ্ন
আ.সালাম পিন্টুকে খালাস দেওয়ায় গোপালপুরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি নেতাদের খালাসের রায়ে উল্লাসে মেতে উঠেছেন স্থানীয় নেতা-কর্মীরা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং অন্যান্য নেতাদের খালাস দেওয়া হয়। এ খবরটি ছড়িয়ে পড়ার পর গোপালপুরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা আনন্দে মেতে ওঠেন।  


দুপুরের পরে গোপালপুর থানা ব্রিজ এলাকায় ইউনিয়নের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। গোপালপুর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি গোপালপুর বাজার প্রদক্ষিণ করে পৌরসভার পুরাতন মোড়ে এসে শেষ হয়। মিছিলে সঙ্গী হয়েছিল ব্যান্ড পার্টি, এবং মিছিলের শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।  


সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ এবং পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান।  


বক্তারা তাদের বক্তব্যে বলেন, আদালতের রায় গণতন্ত্রের জয়ের প্রতীক এবং এটি বিএনপির নেতাদের অব্যাহতির এক বড় পদক্ষেপ। তারা এ রায়কে সরকারের অন্ধকার প্রক্রিয়ায় একটি আলোচিত বিষয় হিসেবে তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে বিএনপির আন্দোলন আরো শক্তিশালী হবে বলে জানান।  


এদিকে, স্থানীয়রা জানান, এই আনন্দ মিছিল গোপালপুরের রাজনৈতিক পরিবেশে এক নতুন মাত্রা যোগ করেছে এবং এর মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।