মহেশপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৩:৫৯ অপরাহ্ন
মহেশপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের পাশাপাশি জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) মহেশপুর শহরে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।


মিছিলটি মহেশপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ স্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ ও মাওলানা আবু দাউদ।


বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে, তবে একইভাবে ইসকনকেও নিষিদ্ধ করা উচিত। তারা বলেন, "আওয়ামী লীগের সঙ্গী হিসেবে ইসকন কি ভাবে কার্যক্রম চালাচ্ছে, তা কেন নিষিদ্ধ করা হবে না?" বক্তারা আরও বলেন, "সরকার যদি ইসকনকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তবে এমন একটি সরকার আমরা চাই না। আমরা বিপ্লবী সরকারের মাধ্যমে ইসকনসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাই।"


সমাবেশে বক্তারা দাবি করেন, ইসকনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচার কার্যক্রম দ্রুত শুরু করা উচিত। তারা সরকারের কাছে এসব দাবির বাস্তবায়নের আহ্বান জানান।


এছাড়া, তারা ইসকনকে নিষিদ্ধ করার জন্য সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "হত্যাকাণ্ডের বিচার ও জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সরকারের নৈতিক দায়িত্ব।"