ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিতে ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিতে ২ জন গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের গোগদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার কলামুড়ি নতুনপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে মো. হানিফ মিয়া (২৮) এবং নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন মিয়া।  


শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে সরাইল থানার পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি লোহার রড, একটি লোহার পাইপ এবং একটি লম্বা দা উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।  


সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সরাইল থানার মামলা নং ০১/১২/২৪ এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় রুজু করা হয়েছে।  


ওসি রফিকুল হাসান আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের সঙ্গে থাকা পলাতক ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।  


স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের এই অংশে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে, যা যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের এই অভিযানে স্থানীয় জনগণ কিছুটা স্বস্তি পেয়েছে।  


পুলিশ জানিয়েছে, ডাকাতি প্রতিরোধে মহাসড়কে বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। আটক ডাকাতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।