সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার: জনতার তোপের মুখে পুলিশি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ১০:৫৬ অপরাহ্ন
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার: জনতার তোপের মুখে পুলিশি হেফাজতে

রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়ে পুলিশের হেফাজতে যান সাংবাদিক মুন্নী সাহা। শনিবার (৩০ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানিয়েছেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।


জানা যায়, মুন্নী সাহা রাজধানীর কাওরান বাজারে “এক টাকার খবর” অফিস থেকে বেরিয়ে বাজার করতে যান। এসময় তাকে চিনে একদল বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।


ওসি মোবারক হোসেন আরও জানান, “কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সামনে সবজি কেনাকাটা করার সময় জনতার একাংশ তাকে চিনে ফেলে এবং চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং তাকে হেফাজতে নিই।”


ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, জনতার বিক্ষোভে বেশ কয়েকটি গাড়ি চলাচল বিঘ্নিত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশের সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনা আলোচনায় রয়েছে। সম্প্রতি সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের মতো নামীদামি সাংবাদিকরাও গ্রেপ্তার হন। 


মুন্নী সাহার গ্রেপ্তারের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে তোলা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।