বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, রাষ্ট্রের ভালো-মন্দ রাজনীতিবিদরাই সবচেয়ে ভালো জানেন, তাই অন্তর্বর্তী সরকারের কাছে তার অনুরোধ, "সময় ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করুন।" তিনি বলেন, এবারের গণ অভ্যুত্থান শুধুমাত্র রাজনীতিবিদদের জন্য নয়, এটি সকলের জন্য একটি শিক্ষা।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু আরো বলেন, "ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্র আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই সময়েই তারেক রহমান জাতির কান্ডারির ভূমিকায় ছাত্র জনতার আন্দোলনে রূপ দেন।" তিনি দাবি করেন, দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি চেয়েছিল, তবে তার মতে, "গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লব সফল হবে না।"
বক্তব্যে তিনি বড়াইগ্রাম উপজেলার এক শোকাবহ ঘটনার উল্লেখ করেন। দুলু জানান, "বনপাড়ার মাটিতে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এবং মৃত্যুর নিশ্চিতকরণের জন্য এমপির হাসপাতালে তার রগ কাটা হয়।" তিনি ঘোষণা করেন, "এ মাটিতেই একদিন বাবুর খুনীসহ স্বেচ্ছাসেবক দল নেতা আলম ও যুবদল নেতা আবুল বাশারের খুনীদের বিচার করা হবে।"
দুলু আরও বলেন, "বিএনপির ওপর যারা অত্যাচার করেছে, তাদেরকে যদি কোনো বিএনপি নেতা দলে জায়গা দেয়, তবে তার বিচার আগে করা হবে।" তিনি স্পষ্ট করে জানান, "বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, গুন্ডা বা মাস্তানের জায়গা হবে না।"
তিনি আরো বলেন, "৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন আমাদের প্রথম ধাপের বিজয়, তবে আমাদের পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।" দুলু শেষ করেন, "জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।"
এ জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজী সভাপতিত্ব করেন, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।