মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদি-মহেন্দ্রদি ইউনিয়নের প্রস্তাবিত মসজিদ নির্মাণের বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের বিরুদ্ধে। প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার বিকেলে মহেন্দ্রদি গ্রামে এলাকাবাসী মানববন্ধন করেছে।
স্থানীয়দের অভিযোগ, ২৩নং মহেন্দ্রদি মৌজার বিআরএস ১১৫০ নং দাগের জমি এক লাখ সত্তর হাজার টাকায় কিনেছিলেন মসজিদ কমিটির সভাপতি। গত ১৪ এপ্রিল, ২০২৪ সালে মাদারীপুরের রাজৈর সাব-রেজিস্ট্রার অফিসে ওই জমিটি রেজিস্ট্রি হয়। এরপর স্থানীয় মুসল্লিরা জমি ভরাটের জন্য বালু সংগ্রহ করে। কিন্তু সম্প্রতি অভিযোগ ওঠে, ওই মসজিদের বালু ট্রাকে করে বিক্রি করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম। স্থানীয়রা জানায়, তারা বালু বিক্রি বন্ধ করতে বললে, চেয়ারম্যান তাদের বিরুদ্ধে মামলা করার এবং হামলা চালানোর হুমকি দেন।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, "মসজিদ নির্মাণের জন্য জমির বালু ব্যবহার করা হচ্ছিল, কিন্তু চেয়ারম্যান তার ব্যক্তিগত স্বার্থে সেই বালু বিক্রি করে দেন। যখন আমরা প্রতিবাদ জানাই, তখন তিনি আমাদের হুমকি দেন।" এসব অভিযোগের প্রতিবাদে তারা মানববন্ধন করতে বাধ্য হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মুসল্লিরা, যেমন আব্দুল সামাদ মাতুব্বর, আসাদুল মাতুব্বর এবং আব্দুল কুদ্দুস মাতুব্বর। তারা বলেন, "বালু বিক্রি বন্ধ করতে হবে এবং ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।"
এ বিষয়ে রাজৈর উপজেলা ভূমি সহকারী কমিশনার তাসফিক সিবগাত উল্লাহ বলেন, "স্থানীয় তহলিশদারের মাধ্যমে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ সঠিক হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ঘটনার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং তারা এই অনিয়মের দ্রুত নিষ্পত্তি চাচ্ছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।