আশাশুনির প্রতাপনগর থেকে রোববার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল খালেক, উজ্জ্বল হোসেন ও আনারুল ইসলাম।
সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার প্রতাপনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে এই সন্ত্রাসীদের আটক করে। অভিযানে তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি ছুরি, ১টি কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রাম দা এবং ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
আশাশুনি সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, ১৫ নভেম্বর প্রতাপনগর এলাকায় তিন সন্ত্রাসীর কাছে অবৈধ অস্ত্র রাখার খবর পাওয়া যায়। ওই সময় তাদের বিরুদ্ধে সন্দেহজনক তথ্য সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আনা হয়। প্রাথমিকভাবে তারা অস্ত্র রাখার বিষয়টি অস্বীকার করলেও, পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্র ও গুলি রাখার কথা স্বীকার করে।
১৭ নভেম্বর রাতে সেনাবাহিনীর লেঃ কর্নেল আরিফুল হকের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে ওই অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল খালেক গাজীর নামে ১২টি, উজ্জ্বল গাজীর নামে ৭টি এবং আনারুল ইসলামের নামে ৮টি মামলা রয়েছে।
আটককৃত সন্ত্রাসীদের রোববার সন্ধ্যায় আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সম্পর্কিত তদন্ত চলমান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।